ঢাকা: ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাতে বানানো বাইসাইকেল উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দিয়েছেন একটি বাঁধাই করা ছবি। যুক্তরাজ্যের লন্ডনে চলমান জি৭ সম্মেলনে ফাঁকে আজ রোববার এ উপহার আদান-প্রদান হয়।
হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি ছোট্ট পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বিলেঙ্কি সাইকেল ওয়ার্কস বিশেষ ডিজাইনের এ বাইসাইকেল এবং হেলমেট তৈরি করেছে। সাইকেলটিতে যুক্তরাজ্যের জাতীয় পতাকার (ব্রিটিশ ইউনিয়ন জ্যাক) আদলে নীল, লাল ও সাদা রঙের উপস্থাপন রয়েছে। ক্রসবারে হেড টিউবের কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্রের পতাকার পেইন্টিং। ক্রসবারে আছে দুই দেশের এ দুই নেতার স্বাক্ষর। সব মিলে এ সাইকেলটি বানাতে খরচ পড়েছে ৬ হাজার ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯ হাজার টাকা।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, বাইডেনকে উপহার দেওয়া জনসনের ফটো ফ্রেমটিতে রয়েছে উনিশ শতকের দাসপ্রথা বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ফ্রেডারিক ডগলাসের ম্যুরালের ছবি। মার্কিন সমাজসংস্কারক ডগলাসের ম্যুরালের ছবিটি তুলেছেন ইউকে-ইউএসের যৌথ নাগরিকত্ব পাওয়া মেলিসা হাইটন। ম্যুরালটি রয়েছে যুক্তরাজ্যের এডিনবরায়।
আতিথেয়তার জন্য ইউকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন বাইডেন। টুইটে ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে বিশেষ সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ়’ বলেও তিনি উল্লেখ করেন। আর বরিস জনসন টুইটে লেখেন, ‘বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভবিষ্যৎ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে সহযোগিতার মাঝে নিহিত।’
অপরদিকে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ডাফনে ডু মুরিয়েরের উপন্যাসের প্রথম সংস্করণ। ব্রিটিশ ঔপন্যাসিক মুরিয়ের বিশ শতকের অন্যতম প্রভাবশালী লেখক ও নাট্যকার। তিনি ব্রিটেনে লেডি ব্রাউনিং হিসেবেই বেশি পরিচিত। রেবেকা, ফ্রেন্স ম্যানস ক্রিক, মাই কাজিন র্যাচেল ও জ্যামাইকান ইন–এর মতো উপন্যাস এবং দ্য বার্ডস ও ডোন্ট লুক নাউ/নট আফটার মিডনাইট–এর মতো ছোটগল্প অবলম্বনে পরবর্তীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
ঢাকা: ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাতে বানানো বাইসাইকেল উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দিয়েছেন একটি বাঁধাই করা ছবি। যুক্তরাজ্যের লন্ডনে চলমান জি৭ সম্মেলনে ফাঁকে আজ রোববার এ উপহার আদান-প্রদান হয়।
হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি ছোট্ট পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বিলেঙ্কি সাইকেল ওয়ার্কস বিশেষ ডিজাইনের এ বাইসাইকেল এবং হেলমেট তৈরি করেছে। সাইকেলটিতে যুক্তরাজ্যের জাতীয় পতাকার (ব্রিটিশ ইউনিয়ন জ্যাক) আদলে নীল, লাল ও সাদা রঙের উপস্থাপন রয়েছে। ক্রসবারে হেড টিউবের কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্রের পতাকার পেইন্টিং। ক্রসবারে আছে দুই দেশের এ দুই নেতার স্বাক্ষর। সব মিলে এ সাইকেলটি বানাতে খরচ পড়েছে ৬ হাজার ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯ হাজার টাকা।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, বাইডেনকে উপহার দেওয়া জনসনের ফটো ফ্রেমটিতে রয়েছে উনিশ শতকের দাসপ্রথা বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ফ্রেডারিক ডগলাসের ম্যুরালের ছবি। মার্কিন সমাজসংস্কারক ডগলাসের ম্যুরালের ছবিটি তুলেছেন ইউকে-ইউএসের যৌথ নাগরিকত্ব পাওয়া মেলিসা হাইটন। ম্যুরালটি রয়েছে যুক্তরাজ্যের এডিনবরায়।
আতিথেয়তার জন্য ইউকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন বাইডেন। টুইটে ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে বিশেষ সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ়’ বলেও তিনি উল্লেখ করেন। আর বরিস জনসন টুইটে লেখেন, ‘বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভবিষ্যৎ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে সহযোগিতার মাঝে নিহিত।’
অপরদিকে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ডাফনে ডু মুরিয়েরের উপন্যাসের প্রথম সংস্করণ। ব্রিটিশ ঔপন্যাসিক মুরিয়ের বিশ শতকের অন্যতম প্রভাবশালী লেখক ও নাট্যকার। তিনি ব্রিটেনে লেডি ব্রাউনিং হিসেবেই বেশি পরিচিত। রেবেকা, ফ্রেন্স ম্যানস ক্রিক, মাই কাজিন র্যাচেল ও জ্যামাইকান ইন–এর মতো উপন্যাস এবং দ্য বার্ডস ও ডোন্ট লুক নাউ/নট আফটার মিডনাইট–এর মতো ছোটগল্প অবলম্বনে পরবর্তীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩০ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে