Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আপডেট : ১৫ জুন ২০২১, ১১: ৩৬
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ঢাকা : করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজার ৬৭১ জন। একই দিনে নতুন সংক্রমনের সংখ্যা ৩ লাখ ২২৫ জন। বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৭ হাজার ৭৩৭ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ১২ লাখ ১২ হাজার ৫২১ জন।

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৪২৯ । এদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৯ লাখ ৫ হাজার ৮৬৬ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮৪ হাজার ৫৬৩ জন, যা মোট শনাক্তের দশমিক ৭ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের হিসাবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন মারা গেছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৩৫ জন, মৃত্যু ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত