ডয়চে ভেলে
কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে জার্মান পর্বতারোহী লুইস স্টিটসিংগার নিখোঁজ হন গত ২৫ মে। গতকাল মঙ্গলবার ৫৪ বছরের এই পর্বতারোহীর মৃতদেহ দেখতে পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের ওপরে। পর্বতারোহণের সময় শেরপাদের চোখে পড়েছে মৃতদেহটি—এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদপত্র।
প্রায় আট হাজার ফুট উচ্চতায় লুইস স্টিটসিংগারের মৃতদেহটি আছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে।
এর আগে এভারেস্ট এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কে টু জয় করেছেন স্টিটসিংগার। এবার তিনি এসেছিলেন কাঞ্চনজঙ্ঘা অভিযানে। নেপালের একাধিক খবরের কাগজে লেখা হয়েছে, অক্সিজেন ও শেরপা ছাড়া সম্পূর্ণ একা কাঞ্চনজঙ্ঘা অভিযানে বের হয়েছিলেন এই বাভারিয়ার পর্বতারোহী। সম্ভবত তিনি কাঞ্চনজঙ্ঘার শিখরে পৌঁছেছিলেন। নামার সময়ই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। কারণ নামার পথে তাঁর সঙ্গে অন্য পর্বতারোহীদের দেখা হয়েছে। পথের বিষয়ে তাঁদের সঙ্গে তিনি কথা বলেছিলেন বলেও জানা গেছে।
এভারেস্টের চেয়ে অনেক বেশি দুর্গম মনে করা হয় কাঞ্চনজঙ্ঘাকে। খুব বেশি পর্বতারোহী এই পথে যানও না। ফলে কঠিনতম অভিযানে গিয়েছিলেন স্টিটসিংগার। কিন্তু শেষ রক্ষা হলো না।
বাভারিয়ায় পরিচিত নাম স্টিটসিংগার। পর্বতারোহী এবং হাই মাউন্টেন স্কিইংয়ের জন্য তিনি বিখ্যাত। বহু কঠিন অভিযানে সফল হয়েছেন তিনি। বন্ধুরা জানিয়েছেন, বরাবরই সতর্ক পর্বতারোহী ছিলেন স্টিটসিংগার। অকারণে ঝুঁকি নিতেন না। যে পর্বতারোহীদের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল, তাঁদের সঙ্গে কথা বলে স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, নামার সময় স্কিইংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। স্কি করতে গিয়েই মৃত্যু হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
স্টিটসিংগারের স্ত্রীও পর্বতারোহী। বহু অভিযানে তাঁরা একসঙ্গে গিয়েছেন। তাঁদের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে।
কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে জার্মান পর্বতারোহী লুইস স্টিটসিংগার নিখোঁজ হন গত ২৫ মে। গতকাল মঙ্গলবার ৫৪ বছরের এই পর্বতারোহীর মৃতদেহ দেখতে পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের ওপরে। পর্বতারোহণের সময় শেরপাদের চোখে পড়েছে মৃতদেহটি—এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদপত্র।
প্রায় আট হাজার ফুট উচ্চতায় লুইস স্টিটসিংগারের মৃতদেহটি আছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে।
এর আগে এভারেস্ট এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কে টু জয় করেছেন স্টিটসিংগার। এবার তিনি এসেছিলেন কাঞ্চনজঙ্ঘা অভিযানে। নেপালের একাধিক খবরের কাগজে লেখা হয়েছে, অক্সিজেন ও শেরপা ছাড়া সম্পূর্ণ একা কাঞ্চনজঙ্ঘা অভিযানে বের হয়েছিলেন এই বাভারিয়ার পর্বতারোহী। সম্ভবত তিনি কাঞ্চনজঙ্ঘার শিখরে পৌঁছেছিলেন। নামার সময়ই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। কারণ নামার পথে তাঁর সঙ্গে অন্য পর্বতারোহীদের দেখা হয়েছে। পথের বিষয়ে তাঁদের সঙ্গে তিনি কথা বলেছিলেন বলেও জানা গেছে।
এভারেস্টের চেয়ে অনেক বেশি দুর্গম মনে করা হয় কাঞ্চনজঙ্ঘাকে। খুব বেশি পর্বতারোহী এই পথে যানও না। ফলে কঠিনতম অভিযানে গিয়েছিলেন স্টিটসিংগার। কিন্তু শেষ রক্ষা হলো না।
বাভারিয়ায় পরিচিত নাম স্টিটসিংগার। পর্বতারোহী এবং হাই মাউন্টেন স্কিইংয়ের জন্য তিনি বিখ্যাত। বহু কঠিন অভিযানে সফল হয়েছেন তিনি। বন্ধুরা জানিয়েছেন, বরাবরই সতর্ক পর্বতারোহী ছিলেন স্টিটসিংগার। অকারণে ঝুঁকি নিতেন না। যে পর্বতারোহীদের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল, তাঁদের সঙ্গে কথা বলে স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, নামার সময় স্কিইংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। স্কি করতে গিয়েই মৃত্যু হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
স্টিটসিংগারের স্ত্রীও পর্বতারোহী। বহু অভিযানে তাঁরা একসঙ্গে গিয়েছেন। তাঁদের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে।
এই চুক্তি এমন এক সময়ে ঘোষণা করা হলো, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কমপক্ষে ছয় মাসের জন্য স্থগিত করার চেষ্টা করছে চীন ও রাশিয়া।
১০ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার দেওয়া বক্তব্যে ঘোষণা করেছেন—গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে ‘কাজ শেষ করতেই হবে’। তাঁর এই মন্তব্য এমন সময় এল, যখন একাধিক পশ্চিমা দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে
১ ঘণ্টা আগেবিজেপির কৌশল এখানে স্পষ্ট। তারা জানে যে অর্থনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনায় গেলে সাধারণ মানুষের ক্ষোভ তাদের বিরুদ্ধেই যাবে। তাই ভোটের আগে বিভাজনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ‘আই লাভ মুহাম্মদ’ বনাম ‘আই লাভ মহাদেব’—এই বিতর্ককে বিজেপি ভোট মেরুকরণের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
২ ঘণ্টা আগেকানাডায় গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ইন্দরজিৎ সিং গোসাল। কারাগার থেকে বেরিয়ে আসার পরই তিনি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী গুরপতবন্ত সিং পান্নুন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিয়েছেন।
২ ঘণ্টা আগে