Ajker Patrika

গড়ে ১০টির মধ্যে নয়টি দেশ মানব উন্নয়ন সূচকে পিছিয়েছে

গড়ে ১০টির মধ্যে নয়টি দেশ মানব উন্নয়ন সূচকে পিছিয়েছে

কয়েক দশকের অগ্রগতির পর করোনা মহামারির সময় থেকে মানুষের আয়ুষ্কাল, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অনেকটা অবনতি দেখা দিয়েছে। সম্প্রতি জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে গড়ে ১০ টির মধ্যে নয়টি দেশ জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে পিছিয়েছে। আর এ জন্য কোভিড-১৯, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করা হয়েছে।

১৯৯০ সাল থেকে বিশ্বের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিরূপণে সূচক তৈরি করে আসছে জাতিসংঘ। এ বছর সূচকের শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দেশটির জনগণের আয়ু ৮৪ বছর, গড়ে সাড়ে ১৬ বছর তারা শিক্ষায় ব্যয় করে এবং গড় বেতন ৬৬ হাজার ডলার।

সূচক স্কেলের একেবারে তলানিতে রয়েছে দক্ষিণ সুদান। যেখানে লোকেদের আয়ু ৫৫, গড়ে স্কুলে মাত্র সাড়ে ৫ বছর ব্যয় করে এবং বছরে গড় উপার্জন ৭৬৮ ডলার।

সূচকে অন্তর্ভুক্ত ১৯১টি দেশের অধিকাংশের বিশেষ করে আয়ুষ্কাল কমিয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ২০১৯ সাল থেকে জন্মের সময় আয়ুষ্কাল দুই বছরের বেশি কমে গেছে। অন্যান্য দেশে গড় আয়ু আরও অনেক কমেছে।

সূচক প্রবর্তনের পর থেকে কয়েক বছর ধরে, অনেক দেশ সংকটের মুখোমুখি হয়েছে এবং অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। কিন্তু বৈশ্বিক প্রবণতা ধারাবাহিকভাবে সামনের দিকে ধাবিত। গত বছর প্রথমবারের মতো সূচকটি সামগ্রিকভাবে হ্রাস পেয়েছিল এবং এই বছরের ফলাফল সেই নিম্নগামী প্রবণতাকে দৃঢ় করেছে।

এই বছরের সূচকটি ২০২১ সালের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অ্যাচিম স্টেইনার নামের প্রতিবেদনের একজন লেখক বলেছেন, ২০২২ সালের জন্য ফলাফল আরও ভয়াবহ হবে। ৮০ টিরও বেশি দেশ তাদের জাতীয় ঋণ পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আশিটি দেশ এই ধরনের সংকটের মুখোমুখি হওয়া থেকে এক ধাপ এগিয়ে থাকা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আমরা গভীর প্রতিবন্ধকতা দেখছি সামনে, যার চূড়ান্ত পরিস্থিতি কয়েক বছর ধরে চলবে।’

কোভিড-১৯ শিক্ষা, স্বাস্থ্য ও উপার্জন এই তিনটির ওপরই আঘাত হেনেছে, আর এর পরিপ্রেক্ষিতেই উন্নয়নের গতি পরিবর্তিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত