কানাডায় আরেক শিখ বিচ্ছিন্নতাবাদীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ওন্টারিওর ব্র্যাম্পটনে তাঁর নির্মাণাধীন বাড়ির জানালায় বুলেটের ছিদ্র পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ আসছে। এর মধ্যে এ হামলার ঘটনা নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
পুলিশ বলছে, ইন্দ্রজিৎ সিং গোসাল নামে ওই ব্যক্তি বিশিষ্ট শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের ঘনিষ্ঠ সহযোগী। নিউইয়র্কে বসবাসরত শিখ অধিকারকর্মী পান্নুনকে গত বছর হত্যার ষড়যন্ত্র করা হয় বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।
পুলিশ কনস্টেবল টাইলার বেল–মোরেনার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওন্টারিও প্রদেশে অবস্থিত ইন্দ্রজিতের বাড়ির জানালায় বুলেটের ছিদ্র দেখে নির্মাণশ্রমিকেরা স্থানীয় পুলিশকে খবর দেয়। এ ঘটনার তদন্ত চলছে।
ওন্টারিওর ব্র্যাম্পটনের বাড়িটি নির্মাণাধীন এবং বর্তমানে খালি থাকায় গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
বেল–মোরেনা এএফপিকে বলেন, ‘আমরা এই ব্যক্তি এবং তার সংশ্লিষ্টতা সম্পর্কে জানি, কিন্তু আগের সহিংসতা ও হুমকির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা- এখনই বলা সম্ভব নয়। আমরা অবশ্যই সমস্ত দিক মাথায় রেখেই ঘটনার তদন্ত করছি।’
তবে শিখ নেতা পান্নুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইন্দ্রজিতের বাড়িতে ‘গাড়ি চালিয়ে যাওয়ার সময় গুলি’ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে আরেক শিখ বিচ্ছিন্নতাবাদী হরদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরাসরি জড়িত বলে অভিযোগ করে আসছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ট্রুডোর প্রকাশ্য অভিযোগ ভারত অস্বীকার করে আসছে এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে।
দুপক্ষের বাদানুবাদ এমনকি কূটনৈতিক অচলাবস্থায় পরিণত হয়। স্বল্পসময়ের জন্য কানাডীয়দের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত এবং অটোয়াকে দিল্লি থেকে কূটনীতিকদের প্রত্যাহার করতে বাধ্য করে। এর পাল্টা কানাডাও ভারতের সঙ্গে অবাধ–বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করে।
পান্নুন হত্যাচেষ্টার মামলায় নয়াদিল্লির জড়িত থাকার অভিযোগের বিষয়ে ওয়াশিংটন বেশ সংযতভাবে অভিযোগ করে। তারা পান্নুন হত্যার পরিকল্পনায় শুধু একজন ভারতীয় সরকারি কর্মকর্তার জড়িত থাকার দাবি করেন।
কানাডার গণমাধ্যমে বলা হয়, এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ কলম্বিয়ায় নিজ্জারের সহযোগী সিমরনজিৎ সিংয়ের বাড়িতে গুলি চালায় একদল দুর্বৃত্ত। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দুই কিশোরকে গ্রেপ্তার করা হলেও ‘হত্যার উদ্দেশ্য’ এখনও জানা যায়নি
দুটি ঘটনাই বিদেশে বসবাসরত উগ্র শিখ বিচ্ছিন্নতাবাদীদের কেন্দ্র করে ঘটেছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে খালিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই গোষ্ঠী।
কানাডায় আরেক শিখ বিচ্ছিন্নতাবাদীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ওন্টারিওর ব্র্যাম্পটনে তাঁর নির্মাণাধীন বাড়ির জানালায় বুলেটের ছিদ্র পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ আসছে। এর মধ্যে এ হামলার ঘটনা নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
পুলিশ বলছে, ইন্দ্রজিৎ সিং গোসাল নামে ওই ব্যক্তি বিশিষ্ট শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের ঘনিষ্ঠ সহযোগী। নিউইয়র্কে বসবাসরত শিখ অধিকারকর্মী পান্নুনকে গত বছর হত্যার ষড়যন্ত্র করা হয় বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।
পুলিশ কনস্টেবল টাইলার বেল–মোরেনার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওন্টারিও প্রদেশে অবস্থিত ইন্দ্রজিতের বাড়ির জানালায় বুলেটের ছিদ্র দেখে নির্মাণশ্রমিকেরা স্থানীয় পুলিশকে খবর দেয়। এ ঘটনার তদন্ত চলছে।
ওন্টারিওর ব্র্যাম্পটনের বাড়িটি নির্মাণাধীন এবং বর্তমানে খালি থাকায় গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
বেল–মোরেনা এএফপিকে বলেন, ‘আমরা এই ব্যক্তি এবং তার সংশ্লিষ্টতা সম্পর্কে জানি, কিন্তু আগের সহিংসতা ও হুমকির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা- এখনই বলা সম্ভব নয়। আমরা অবশ্যই সমস্ত দিক মাথায় রেখেই ঘটনার তদন্ত করছি।’
তবে শিখ নেতা পান্নুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইন্দ্রজিতের বাড়িতে ‘গাড়ি চালিয়ে যাওয়ার সময় গুলি’ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে আরেক শিখ বিচ্ছিন্নতাবাদী হরদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরাসরি জড়িত বলে অভিযোগ করে আসছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ট্রুডোর প্রকাশ্য অভিযোগ ভারত অস্বীকার করে আসছে এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে।
দুপক্ষের বাদানুবাদ এমনকি কূটনৈতিক অচলাবস্থায় পরিণত হয়। স্বল্পসময়ের জন্য কানাডীয়দের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত এবং অটোয়াকে দিল্লি থেকে কূটনীতিকদের প্রত্যাহার করতে বাধ্য করে। এর পাল্টা কানাডাও ভারতের সঙ্গে অবাধ–বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করে।
পান্নুন হত্যাচেষ্টার মামলায় নয়াদিল্লির জড়িত থাকার অভিযোগের বিষয়ে ওয়াশিংটন বেশ সংযতভাবে অভিযোগ করে। তারা পান্নুন হত্যার পরিকল্পনায় শুধু একজন ভারতীয় সরকারি কর্মকর্তার জড়িত থাকার দাবি করেন।
কানাডার গণমাধ্যমে বলা হয়, এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ কলম্বিয়ায় নিজ্জারের সহযোগী সিমরনজিৎ সিংয়ের বাড়িতে গুলি চালায় একদল দুর্বৃত্ত। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দুই কিশোরকে গ্রেপ্তার করা হলেও ‘হত্যার উদ্দেশ্য’ এখনও জানা যায়নি
দুটি ঘটনাই বিদেশে বসবাসরত উগ্র শিখ বিচ্ছিন্নতাবাদীদের কেন্দ্র করে ঘটেছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে খালিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই গোষ্ঠী।
ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় একটি বিমান বা বড় আকারের ড্রোন ভেঙে পড়েছে। গতকাল বুধবার ভোরে পাম্পোর শহরের কাছে বিধ্বস্ত হয় এটি। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের যে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার কথা বলা হয়েছে; এটি সেগুলোর মধ্যে একটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেপাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।
৪ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) মধ্যরাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই পাল্টা হামলা চালানো হয় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে...
৬ ঘণ্টা আগে