গ্যাবনে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কয়েক মিনিটের মাথায় ঘটে সামরিক অভ্যুত্থান। নবনির্বাচিত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করা হয় সেই অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আলী বঙ্গোর গোত্রের সদস্য ও তাঁর দূর সম্পর্কীয় ভাই জেনারেল ব্রিস ক্লোথায়ার ওলিগুই এনগুয়েমা।
এনগুয়েমা গ্যাবনের সবচেয়ে শক্তিশালী বাহিনী গ্যাবনিজ রিপাবলিকান গার্ডের কমান্ডার। অভ্যুত্থানের প্রথম দিকে এনগুয়েমা নিজে সামনে থেকে নেতৃত্ব না দিলেও অভ্যুত্থানের পর সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এনগুয়েমাকেই বেছে নেন।
এনগুয়েমা দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোর এলাকার। তাঁর বাবা ছিলেন গ্যাবনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা। বাবার পদাঙ্ক অনুসরণ করে ভর্তি হন সেনাবাহিনীতে। প্রশিক্ষণ নেন মরক্কোর রয়্যাল মিলিটারি একাডেমি অব মেকনেসে। সামরিক বাহিনীতে প্রবেশের পর তিনি আলী বঙ্গোর বাবা এবং গ্যাবনের তৎকালীন প্রেসিডেন্ট ওমর বঙ্গোর সামরিক সহযোগী ছিলেন।
বাবার মৃত্যুর পর ২০০৯ সালে আলী বঙ্গো প্রেসিডেন্ট হন এবং এনগুয়েমাকে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মরক্কো এবং সেনেগালে পাঠানো হয়। সেই দায়িত্ব শেষ করে এসে রিপাবলিকান গার্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব নেন। এই বাহিনীই গ্যাবনের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
এনগুয়েমা নিজেকে কেবল সামরিক নেতা হিসেবেই দেখতে চাননি, বিভিন্ন ব্যবসায় রয়েছে তাঁর বিপুল বিনিয়োগ। অনুমান করা হয়, তিনি কয়েক মিলিয়ন ডলার সম্পত্তির মালিক। অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) এক প্রতিবেদনে ২০২০ সালে বলা হয়, এনগুয়েমা যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন এবং এসব অর্থ তিনি দিয়েছেন নগদ টাকায়। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড, হ্যাটসভিল ও সিলভার স্প্রিংয়ে এনগুয়েমার নিজের তিনটি বাড়ি রয়েছে। বাড়ি তিনটি কিনতে তাঁকে ব্যয় করতে হয়েছে অন্তত ১০ লাখ ডলার।
এদিকে, অভ্যুত্থানের পর এনগুয়েমাকেই দেশের পরবর্তী প্রেসিডেন্ট করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তাঁর নিজেরও রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে।
অভ্যুত্থানের পর ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এনগুয়েমা বলেন, ‘জন-অসন্তোষের বাইরেও রাষ্ট্রপ্রধানের অসুস্থতা একটি বড় কারণ (আলী বঙ্গো ২০১৮ সালের অক্টোবরে স্ট্রোক করেন, তার পর থেকেই তিনি শারীরিকভাবে দুর্বল)। সবাই এটা নিয়ে কথা বলে, কিন্তু কেউ দায়িত্ব নেয় না। তৃতীয় মেয়াদে নির্বাচন করার অধিকার তাঁর ছিল না। এর মধ্য দিয়ে সংবিধান লঙ্ঘিত হয়েছে, নির্বাচনের পদ্ধতিও সুষ্ঠু ছিল না। তাই সেনাবাহিনী পালাবদলের সিদ্ধান্ত নিয়েছে দায়িত্ব পালনের জন্য।’
তিনি আরও বলেছেন, বঙ্গো চাইলে অবসরে যেতে পারেন এবং অন্যান্য সাধারণ গ্যাবনিজর মতো তিনি সব অধিকারই ভোগ করবেন। এ সময় এনগুয়েমা জানান, শীর্ষ জেনারেলরা মিলে ঠিক করবেন কে বঙ্গোর উত্তরাধিকারী হবেন। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, গ্যাবনের সাধারণ সৈন্যরা এনগুয়েমাকে ঘিরে নাচছে এবং তাঁকে গ্যাবনের পরবর্তী ‘স্ট্রংম্যান’ বলে অভিহিত করছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
গ্যাবনে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কয়েক মিনিটের মাথায় ঘটে সামরিক অভ্যুত্থান। নবনির্বাচিত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করা হয় সেই অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আলী বঙ্গোর গোত্রের সদস্য ও তাঁর দূর সম্পর্কীয় ভাই জেনারেল ব্রিস ক্লোথায়ার ওলিগুই এনগুয়েমা।
এনগুয়েমা গ্যাবনের সবচেয়ে শক্তিশালী বাহিনী গ্যাবনিজ রিপাবলিকান গার্ডের কমান্ডার। অভ্যুত্থানের প্রথম দিকে এনগুয়েমা নিজে সামনে থেকে নেতৃত্ব না দিলেও অভ্যুত্থানের পর সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এনগুয়েমাকেই বেছে নেন।
এনগুয়েমা দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোর এলাকার। তাঁর বাবা ছিলেন গ্যাবনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা। বাবার পদাঙ্ক অনুসরণ করে ভর্তি হন সেনাবাহিনীতে। প্রশিক্ষণ নেন মরক্কোর রয়্যাল মিলিটারি একাডেমি অব মেকনেসে। সামরিক বাহিনীতে প্রবেশের পর তিনি আলী বঙ্গোর বাবা এবং গ্যাবনের তৎকালীন প্রেসিডেন্ট ওমর বঙ্গোর সামরিক সহযোগী ছিলেন।
বাবার মৃত্যুর পর ২০০৯ সালে আলী বঙ্গো প্রেসিডেন্ট হন এবং এনগুয়েমাকে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মরক্কো এবং সেনেগালে পাঠানো হয়। সেই দায়িত্ব শেষ করে এসে রিপাবলিকান গার্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব নেন। এই বাহিনীই গ্যাবনের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
এনগুয়েমা নিজেকে কেবল সামরিক নেতা হিসেবেই দেখতে চাননি, বিভিন্ন ব্যবসায় রয়েছে তাঁর বিপুল বিনিয়োগ। অনুমান করা হয়, তিনি কয়েক মিলিয়ন ডলার সম্পত্তির মালিক। অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) এক প্রতিবেদনে ২০২০ সালে বলা হয়, এনগুয়েমা যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন এবং এসব অর্থ তিনি দিয়েছেন নগদ টাকায়। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড, হ্যাটসভিল ও সিলভার স্প্রিংয়ে এনগুয়েমার নিজের তিনটি বাড়ি রয়েছে। বাড়ি তিনটি কিনতে তাঁকে ব্যয় করতে হয়েছে অন্তত ১০ লাখ ডলার।
এদিকে, অভ্যুত্থানের পর এনগুয়েমাকেই দেশের পরবর্তী প্রেসিডেন্ট করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তাঁর নিজেরও রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে।
অভ্যুত্থানের পর ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এনগুয়েমা বলেন, ‘জন-অসন্তোষের বাইরেও রাষ্ট্রপ্রধানের অসুস্থতা একটি বড় কারণ (আলী বঙ্গো ২০১৮ সালের অক্টোবরে স্ট্রোক করেন, তার পর থেকেই তিনি শারীরিকভাবে দুর্বল)। সবাই এটা নিয়ে কথা বলে, কিন্তু কেউ দায়িত্ব নেয় না। তৃতীয় মেয়াদে নির্বাচন করার অধিকার তাঁর ছিল না। এর মধ্য দিয়ে সংবিধান লঙ্ঘিত হয়েছে, নির্বাচনের পদ্ধতিও সুষ্ঠু ছিল না। তাই সেনাবাহিনী পালাবদলের সিদ্ধান্ত নিয়েছে দায়িত্ব পালনের জন্য।’
তিনি আরও বলেছেন, বঙ্গো চাইলে অবসরে যেতে পারেন এবং অন্যান্য সাধারণ গ্যাবনিজর মতো তিনি সব অধিকারই ভোগ করবেন। এ সময় এনগুয়েমা জানান, শীর্ষ জেনারেলরা মিলে ঠিক করবেন কে বঙ্গোর উত্তরাধিকারী হবেন। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, গ্যাবনের সাধারণ সৈন্যরা এনগুয়েমাকে ঘিরে নাচছে এবং তাঁকে গ্যাবনের পরবর্তী ‘স্ট্রংম্যান’ বলে অভিহিত করছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থাগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী কমানোর পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোকে ছোট করার ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
৭ মিনিট আগেপাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপুল পরিমাণ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জরাজীর্ণ অর্থনীতির পাকিস্তানের জন্য এই ঋণ খুবই গুরুত্বপূর্ণ। তবে ভারত সরকার চেষ্টা করছে, পাকিস্তান যাতে এই ঋণের অর্থ সহজেই না পায়। পাশাপাশি, ভারতে পাকিস্তানিদের কণ্ঠরোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে...
১ ঘণ্টা আগেভারতের গোয়ায় একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার গোয়ার শিরগাঁওয়ের একটি মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
১২ ঘণ্টা আগে