Ajker Patrika

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাইজার, লাখো স্বেচ্ছাসেবক আহ্বান

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাইজার, লাখো স্বেচ্ছাসেবক আহ্বান

গত ২৬ জুলাই নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। পরে বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ইকোওয়াস’। 

বেঁধে দেওয়া সময় পার হয়ে যাওয়ায় পর গত ১০ আগস্ট নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে আঞ্চলিক ওই জোটটি। এ জন্য একটি ‘স্ট্যান্ডবাই’ বাহিনীও গঠন করা হচ্ছে। 

এ অবস্থায় সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে নাইজারের জান্তা বাহিনী। শুধু তাই নয়, যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার জন্য বিপুলসংখ্যক মানুষকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাহিনীটি। 

আজ বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মুখ সমরে অংশ নেওয়া সৈন্যদের সহযোগিতা করতে একটি গণনিয়োগের আওতায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাইজারের জান্তা সরকার। মূলত খাবার, ওষুধ ও গোলা-বারুদ সরবরাহ ছাড়াও যুদ্ধাহত সৈন্যদের চিকিৎসায় কাজ করবে এই স্বেচ্ছাসেবক বাহিনী। 

নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আমসারু বাকো অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন, শনিবার (১৯ আগস্ট) থেকে রাজধানী নিয়ামে স্বেচ্ছাসেবকদের যোগদান শুরু হবে। এ ছাড়া যেসব এলাকা দিয়ে আফ্রিকান দেশগুলো আক্রমণ করতে পারে, সেই এলাকার শহরগুলোতেও স্বেচ্ছাসেবক নিয়োগ চলবে। প্রতিবেশী নাইজেরিয়া ও বেনিন ‘ইকোওয়াস’ জোটের সদস্য হওয়ায় এই দুই দেশের সীমান্ত দিয়ে হামলাকারী বাহিনী নাইজারে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আমসারু বাকো আরও জানিয়েছেন, ১৮ বছর পাড়ি দেওয়া ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলে নাম লেখাতে পারবে। স্বেচ্ছাসেবকদের তালিকাটি পরে জান্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। জান্তারা প্রয়োজন মতো বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেবে। 

ইকোওয়াস বাহিনী নাইজারে কখন হামলা শুরু করবে তা এখনো আঁচ করা না গেলেও বিশেষজ্ঞেরা বলছেন, যুদ্ধ শুরু হয়ে গেলে দুই পক্ষেরই বিপুল ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত