Ajker Patrika

কায়রোর রাস্তায় হাজার বছর আগের রাজা-রানিদের শোভাযাত্রা

কায়রোর রাস্তায় হাজার বছর আগের রাজা-রানিদের শোভাযাত্রা

হাজার বছর আগের শাসকেরা আবার নেমে এসেছিলেন মিশরের রাজধানী রাস্তায়। তবে রক্ত-মাংসে নয়, মমি হয়ে। ২২টি মমি নিয়ে গতকাল শনিবার শোভাযাত্রা হয় কায়রোর রাস্তায়। আর এতে খরচ হয়েছে কয়েক মিলিয়ন ডলার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়,  কায়রোর রাস্তায় সাত কিলোমিটার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। মমিগুলোকে নতুন জাদুঘরে নেওয়ার জন্যই এই শোভাযাত্রা হয়। ১৮ জন রাজা ও ৪ জন রানির মমি এই শোভাযাত্রায় বহন করা হয়।

মমিদের এই শোভাযাত্রা উপলক্ষে মিশরে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। এসব মমি মিশরের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

মমিগুলোর মধ্যে রাজা দ্বিতীয় রামসিসও ছিলেন। বাইবেল ও কোরানে যাকে ফেরাউন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রায় ৬৭ বছর শাসন করেছেন এই রাজা। 

প্রতিটি মমিকে নেওয়া হয় সুসজ্জিত যানে। যাত্রাপথে মমিগুলো যাতে ঝাঁকুনি না খায়, সে জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছিল। 

রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে নতুন জাদুঘরে প্রবেশ করেন হাজার বছর আগের রাজা-রানিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

বাটা শুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ’, সবগুলোর ডিক্লারেশন বাতিল

চীনের পর ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণের মহাপরিকল্পনা ভারতের, বাংলাদেশের বিপদ

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেত্রীর লাশ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত