পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সেনা অভ্যুত্থানের চেষ্টাকালে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্টের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছ। অভ্যুত্থানের চেষ্টাকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, উমারো সিসোকো এম্বালো তাঁর সরকারি ভবনে মন্ত্রিসভার ওই বৈঠকটি করার সময় বন্দুকধারীরা গুলি চালায়।
সেনাদের দাবি, তারা প্রেসিডেন্ট ও তার মন্ত্রীদের আটক করেছে। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বিবিসিকে জানায়, বেসামরিক পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা ঘটনাটিকে অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন এবং সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ঠিক কী হয়েছে তা এখনো জানা যায়নি।
২০২০ সালের গিনি-বিসাউয়ের নির্বচনে এম্বালোকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী ডমিঙ্গোস সিমোয়েস পেরেইরা নির্বাচনের ওই ফল মেনে নেননি।
নির্বাচনের ফলাফল কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা বিচারাধীন থাকলেও, দেশটির সামরিক বাহিনীর সমর্থন নিয়ে একটি নতুন সরকার গঠন করতে তৎপরতা শুরু করেন এম্বালো।
মাত্র ১৫ লাখ জনসংখ্যার দেশটি ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে, দেশটিতে এ পর্যন্ত চারটি অভ্যুত্থান হয়েছে এবং ১২ টিরও বেশি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সেনা অভ্যুত্থানের চেষ্টাকালে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্টের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছ। অভ্যুত্থানের চেষ্টাকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, উমারো সিসোকো এম্বালো তাঁর সরকারি ভবনে মন্ত্রিসভার ওই বৈঠকটি করার সময় বন্দুকধারীরা গুলি চালায়।
সেনাদের দাবি, তারা প্রেসিডেন্ট ও তার মন্ত্রীদের আটক করেছে। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বিবিসিকে জানায়, বেসামরিক পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা ঘটনাটিকে অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন এবং সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ঠিক কী হয়েছে তা এখনো জানা যায়নি।
২০২০ সালের গিনি-বিসাউয়ের নির্বচনে এম্বালোকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী ডমিঙ্গোস সিমোয়েস পেরেইরা নির্বাচনের ওই ফল মেনে নেননি।
নির্বাচনের ফলাফল কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা বিচারাধীন থাকলেও, দেশটির সামরিক বাহিনীর সমর্থন নিয়ে একটি নতুন সরকার গঠন করতে তৎপরতা শুরু করেন এম্বালো।
মাত্র ১৫ লাখ জনসংখ্যার দেশটি ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে, দেশটিতে এ পর্যন্ত চারটি অভ্যুত্থান হয়েছে এবং ১২ টিরও বেশি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
৭ মিনিট আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৪২ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে