Ajker Patrika

ভ্রমণে টিকা নেওয়ার প্রমাণ দিতে ব্রাজিল সুপ্রিম কোর্টের আদেশ

ভ্রমণে টিকা নেওয়ার প্রমাণ দিতে ব্রাজিল সুপ্রিম কোর্টের আদেশ

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর মত যা-ই হোক না কেন, দেশটি ভ্রমণে করোনা টিকা নেওয়ার প্রমাণ হাজির করতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে ভ্রমণকারীদের টিকা নেওয়ার প্রমাণ বাধ্যতামূলক করেছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। গতকাল শনিবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি লুইস রবার্তো বারোসো এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, ভ্রমণকারীদের কাছ থেকে টিকা নেওয়ার প্রমাণ অবশ্যই চাইতে হবে রাষ্ট্রকে। 

ভ্রমণকারীদের কাছ থেকে টিকা গ্রহণের প্রমাণপত্র চাওয়ার জন্য দীর্ঘদিন ধরে বলে আসছিল ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা আনভিসা। কিন্তু প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো এমন অনুরোধ বারবার প্রত্যাখ্যান করে আসছিলেন। 

এ সম্পর্কিত আদেশে সুপ্রিম কোর্টের বিচারক রবার্তো বারোসো বলেন, ব্রাজিলের ‘টিকাবিরোধী পর্যটন’ নীতি সমর্থন না করে, বরং এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবে কিছু ক্ষেত্রে এই নীতি পরিবর্তন করা যেতে পারে উল্লেখ করে তিনি তাঁর আদেশে বলেন, যেসব দেশে টিকা প্রাপ্যতা কম সেসব দেশ থেকে আসা পর্যটক বা কোনো স্বাস্থ্যগত কারণে যদি ভ্রমণকারী ব্যক্তি টিকা গ্রহণে অপারগ হন, তবে তাঁরা কিছু ছাড় পাবেন। 

প্রসঙ্গত, ব্রাজিল ভ্রমণে আসা কোনো পর্যটক টিকা না নিয়ে থাকলে, তাঁকে পাঁচ দিনের কোয়ারিন্টিনে থাকার যে নীতি, তা এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হওয়ায় এ বিলম্ব হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত