আলমগীর আলম
কৃমি অন্ত্রে বসবাস করে। অতিরিক্ত হলে পায়ুপথে এসে বাসা বাঁধতে থাকে। এতে পায়ুপথে চুলকানি হয়। নানান ওষুধ সেবনে কিছু কমে; কিন্তু শেষ হয় না। শেষ না হওয়ার কারণ এই পরজীবীর ডিমের বাসা অন্ত্রের ত্বকে লেগে থাকে, যা নির্মূল করা কঠিন।
কীভাবে কৃমি আমাদের শরীরে বাসা বাঁধে
কৃমি মানবদেহে কী ক্ষতি করে
অন্ত্রে আলসার ও রক্তমিশ্রিত ডায়রিয়া হয়।
পরজীবী বাড়ার জন্য দায়ী খাবার
পরজীবী নির্মূল করার উপায়
রসুন: অ্যালিসিন নামক সালফার যৌগ পরজীবীর কোষের লিপিড মেমব্রেন ভেঙে দেয়, এনজাইম অ্যাকটিভিটি বাধাগ্রস্ত করে। প্রতিদিন রাতে এক কোষ কাঁচা রসুন খান।
কুমড়ার বীজ: বিকেলে এক মুঠ কুমড়ার বীজ খেতে পারেন।
পেঁপের বীজ: পাপাইন প্রোটিয়োলাইটিক এনজাইম পরজীবীর কাইটিনযুক্ত এক্সোস্কেলেটন ভেঙে দেয়। এটি কৃমির ডিম ধ্বংস করে দেয়। রাতে এক চামচ পেঁপের বীজের গুঁড়া চায়ের মতো করে খান।
প্রোবায়োটিক দই, কেফির: অন্ত্রের পিএইচ কমিয়ে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে। এতে পরজীবীর বেঁচে থাকা কঠিন হয়ে যায়। দুপুরের খাবার খাওয়ার পর এক বাটি টক দই খান।
হলুদ: কারকুমিন প্রদাহবিরোধী ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের পাশাপাশি লেশম্যানিয়া এবং প্লাজমোডিয়ামের বৃদ্ধি রোধ করে। সকালে নাশতার আগে এক কাপ পানিতে আধা চামচ বিশুদ্ধ হলুদগুঁড়া মিশিয়ে খান।
নতুন গবেষণা: নিমপাতা ও বারবেরিন পরজীবী চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে।
পরজীবীর জীবনচক্র, হোস্টের শরীরে তাদের প্রভাব, খাদ্য এবং ওষুধের মোলিকুলার মেকানিজম বোঝা সংক্রমণ নিয়ন্ত্রণের চাবিকাঠি। প্রাকৃতিক উপাদান এবং আধুনিক চিকিৎসার সমন্বয় করাটাই হলো সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেকোনো লক্ষণ দেখা দিলে স্টুল টেস্ট এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া প্রাকৃতিক খাদ্য গ্রহণ করা জরুরি। এতে স্থায়ীভাবে মুক্তি পাবেন।
পরামর্শ দিয়েছেন: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
কৃমি অন্ত্রে বসবাস করে। অতিরিক্ত হলে পায়ুপথে এসে বাসা বাঁধতে থাকে। এতে পায়ুপথে চুলকানি হয়। নানান ওষুধ সেবনে কিছু কমে; কিন্তু শেষ হয় না। শেষ না হওয়ার কারণ এই পরজীবীর ডিমের বাসা অন্ত্রের ত্বকে লেগে থাকে, যা নির্মূল করা কঠিন।
কীভাবে কৃমি আমাদের শরীরে বাসা বাঁধে
কৃমি মানবদেহে কী ক্ষতি করে
অন্ত্রে আলসার ও রক্তমিশ্রিত ডায়রিয়া হয়।
পরজীবী বাড়ার জন্য দায়ী খাবার
পরজীবী নির্মূল করার উপায়
রসুন: অ্যালিসিন নামক সালফার যৌগ পরজীবীর কোষের লিপিড মেমব্রেন ভেঙে দেয়, এনজাইম অ্যাকটিভিটি বাধাগ্রস্ত করে। প্রতিদিন রাতে এক কোষ কাঁচা রসুন খান।
কুমড়ার বীজ: বিকেলে এক মুঠ কুমড়ার বীজ খেতে পারেন।
পেঁপের বীজ: পাপাইন প্রোটিয়োলাইটিক এনজাইম পরজীবীর কাইটিনযুক্ত এক্সোস্কেলেটন ভেঙে দেয়। এটি কৃমির ডিম ধ্বংস করে দেয়। রাতে এক চামচ পেঁপের বীজের গুঁড়া চায়ের মতো করে খান।
প্রোবায়োটিক দই, কেফির: অন্ত্রের পিএইচ কমিয়ে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে। এতে পরজীবীর বেঁচে থাকা কঠিন হয়ে যায়। দুপুরের খাবার খাওয়ার পর এক বাটি টক দই খান।
হলুদ: কারকুমিন প্রদাহবিরোধী ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের পাশাপাশি লেশম্যানিয়া এবং প্লাজমোডিয়ামের বৃদ্ধি রোধ করে। সকালে নাশতার আগে এক কাপ পানিতে আধা চামচ বিশুদ্ধ হলুদগুঁড়া মিশিয়ে খান।
নতুন গবেষণা: নিমপাতা ও বারবেরিন পরজীবী চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে।
পরজীবীর জীবনচক্র, হোস্টের শরীরে তাদের প্রভাব, খাদ্য এবং ওষুধের মোলিকুলার মেকানিজম বোঝা সংক্রমণ নিয়ন্ত্রণের চাবিকাঠি। প্রাকৃতিক উপাদান এবং আধুনিক চিকিৎসার সমন্বয় করাটাই হলো সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেকোনো লক্ষণ দেখা দিলে স্টুল টেস্ট এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া প্রাকৃতিক খাদ্য গ্রহণ করা জরুরি। এতে স্থায়ীভাবে মুক্তি পাবেন।
পরামর্শ দিয়েছেন: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত
৬ ঘণ্টা আগেডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এই ওষুধটির ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। তাঁরা বলেছে, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্যও এই ওষুধটি বেশ কার্যকর হতে পারে।
৮ ঘণ্টা আগে‘ডিজিটাল অন্তরঙ্গতা বাস্তব জীবনের প্রতি আগ্রহ নষ্ট করে। তাই শিশুরা যখন গেম খেলে অথবা জীবনসঙ্গীরা যখন গেমে মগ্ন হয়, তারা প্রকৃত ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হারায়। শিশুরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা, গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ও সংযুক্তির প্রয়োজন মেটানোর আগ্রহ হারিয়ে ফেলে; যা তাদের ও মা-বাবার মধ্যকার...
১৪ ঘণ্টা আগেকখনো কখনো তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, আলো ও শব্দে অসহ্য যন্ত্রণা; এসবের কারণে কাজের জায়গা তো বটেই, ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। এসবই মাইগ্রেন নামের এক নীরব শত্রুর কাজ। অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে...
১৫ ঘণ্টা আগে