নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মাতৃমৃত্যু বাড়ার অন্যতম কারণ নানা বিরূপ প্রতিক্রিয়া। বিশেষ করে গর্ভাবস্থায় যেসব নারী করোনার শিকার হয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা গেছে। এতে অনেক ক্ষেত্রে গর্ভেই মৃত্যু ঘটছে নবজাতকের। গবেষণা বলছে, দেশে করোনায় আক্রান্ত মায়ের গর্ভজনিত অস্বাভাবিকতার হার বেশি। এতে সময়ের আগেই সন্তান প্রসব এমনকি গর্ভেই ভ্রূণ-মৃত্যুর মতো ঘটনা ঘটছে।
দেখা গেছে, কোভিড আক্রান্ত নারীদের মধ্যে ৪৬ শতাংশের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এই ৪৬ শতাংশের মধ্যে ৭৮ দশমিক ৭৯ শতাংশ নারী নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করেছেন। আর ১৫ দশমিক ১৫ শতাংশের ক্ষেত্রে গর্ভেই ভ্রূণের মৃত্যু ঘটেছে। এ ছাড়া জরায়ুর বাইরে গর্ভধারণ করেছেন ৪ দশমিক শূন্য ৪ শতাংশ নারী।
উল্লেখ্য, জরায়ুর বাইরে গর্ভধারণ বা একটোপিক প্রেগন্যান্সি বলতে বোঝায় জরায়ুর বাইরে বিশেষ করে ফেলোপিয়ান টিউবে লেগে থাকা জাইগোট। এতে ভ্রূণের বৃদ্ধি ঘটে না। গর্ভবতীর স্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) করা জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিষয়টি নিয়ে দেশে এটাই প্রথম কোনো জাতীয় জরিপ। জরিপে অংশ নেওয়াদের গড় বয়স ছিল ২৬ দশমিক ৩ বছর। এর মধ্যে ৫৪ শতাংশের বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৯০ জন গর্ভবতী জরিপে অংশ নেন। এর মধ্যে ২১৫ জন ছিলেন কোভিড আক্রান্ত। আর করোনাভাইরাসের সংক্রমণমুক্ত ছিলেন ৬৭৫ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার ও বেসরকারি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এই গবেষণা পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর নিপসম অডিটরিয়ামে আয়োজিত ‘দেশে গর্ভবতী নারী এবং নবজাতকের স্বাস্থ্যের ওপর করোনার প্রতিক্রিয়া’ শীর্ষক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।
গবেষণায় দেখা গেছে, কোভিড পজিটিভ গর্ভবতীদের মধ্যে ৪৩ দশমিক ৫ শতাংশের প্রসবকালীন বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে ২১ শতাংশের ক্ষেত্রে নানা জটিলতা, ১৮ শতাংশের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব এবং ১৪ শতাংশ প্রসূতির মৃত্যু ঘটেছে।
কোভিড পজিটিভ গর্ভবতীদের ক্ষেত্রে ১৭ শতাংশের স্বাভাবিক প্রসব হয়েছে। আর ৮৩ শতাংশের সিজার করতে হয়েছে। যেখানে কোভিডমুক্ত গর্ভবতীদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৩২ শতাংশ ও ৬৮ শতাংশ। দেখা গেছে, কোভিড আক্রান্ত নারীর প্রসবকালীন জটিলতার ঝুঁকি সুস্থ গর্ভবতীর তুলনায় ২৮ দশমিক ২ গুণ বেশি।
বায়জীদ খুরশীদ রিয়াজ জানান, জরিপে অংশ নেওয়া করোনা আক্রান্ত গর্ভবতীদের ৯১ দশমিক ২ শতাংশের উপসর্গ দৃশ্যমান ছিল। বাকি ৮ দশমিক ৪ শতাংশের কোনো উপসর্গ ছিল না।
আক্রান্তদের মধ্যে ৭৭ দশমিক ৬ শতাংশের জ্বরের লক্ষণ ছিল, ৪৩ দশমিক ৯ শতাংশের কাশি, ৩৯ দশমিক ৮ শতাংশের শ্বাসকষ্ট, ৩৭ দশমিক ২ শতাংশ কোনো স্বাদ পেতেন না এবং ৩২ দশমিক ৭ শতাংশ গন্ধ পেতেন না। এ ছাড়া ২৬ দশমিক ৫ শতাংশের মাথাব্যথা ছিল।
অনুষ্ঠানে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বলেন, ‘করোনার শুরু থেকে আমরা সংকটাপন্ন এই সময়ে গর্ভধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। জটিলতা যাতে না হয় সে জন্য দ্রুত গর্ভবতী মায়েদের টিকা নিতে হবে। যেকোনোভাবে হোক তাঁদের টিকা দিতে হবে। এখন ওমিক্রন এসেছে, আমরা অনুরোধ করবে, একেবারে প্রয়োজন না হলে এই মুহূর্তে গর্ভধারণ থেকে বিরত থাকাই উত্তম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মাতৃমৃত্যু বাড়ার অন্যতম কারণ নানা বিরূপ প্রতিক্রিয়া। বিশেষ করে গর্ভাবস্থায় যেসব নারী করোনার শিকার হয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা গেছে। এতে অনেক ক্ষেত্রে গর্ভেই মৃত্যু ঘটছে নবজাতকের। গবেষণা বলছে, দেশে করোনায় আক্রান্ত মায়ের গর্ভজনিত অস্বাভাবিকতার হার বেশি। এতে সময়ের আগেই সন্তান প্রসব এমনকি গর্ভেই ভ্রূণ-মৃত্যুর মতো ঘটনা ঘটছে।
দেখা গেছে, কোভিড আক্রান্ত নারীদের মধ্যে ৪৬ শতাংশের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এই ৪৬ শতাংশের মধ্যে ৭৮ দশমিক ৭৯ শতাংশ নারী নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করেছেন। আর ১৫ দশমিক ১৫ শতাংশের ক্ষেত্রে গর্ভেই ভ্রূণের মৃত্যু ঘটেছে। এ ছাড়া জরায়ুর বাইরে গর্ভধারণ করেছেন ৪ দশমিক শূন্য ৪ শতাংশ নারী।
উল্লেখ্য, জরায়ুর বাইরে গর্ভধারণ বা একটোপিক প্রেগন্যান্সি বলতে বোঝায় জরায়ুর বাইরে বিশেষ করে ফেলোপিয়ান টিউবে লেগে থাকা জাইগোট। এতে ভ্রূণের বৃদ্ধি ঘটে না। গর্ভবতীর স্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) করা জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিষয়টি নিয়ে দেশে এটাই প্রথম কোনো জাতীয় জরিপ। জরিপে অংশ নেওয়াদের গড় বয়স ছিল ২৬ দশমিক ৩ বছর। এর মধ্যে ৫৪ শতাংশের বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৯০ জন গর্ভবতী জরিপে অংশ নেন। এর মধ্যে ২১৫ জন ছিলেন কোভিড আক্রান্ত। আর করোনাভাইরাসের সংক্রমণমুক্ত ছিলেন ৬৭৫ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার ও বেসরকারি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এই গবেষণা পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর নিপসম অডিটরিয়ামে আয়োজিত ‘দেশে গর্ভবতী নারী এবং নবজাতকের স্বাস্থ্যের ওপর করোনার প্রতিক্রিয়া’ শীর্ষক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।
গবেষণায় দেখা গেছে, কোভিড পজিটিভ গর্ভবতীদের মধ্যে ৪৩ দশমিক ৫ শতাংশের প্রসবকালীন বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে ২১ শতাংশের ক্ষেত্রে নানা জটিলতা, ১৮ শতাংশের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব এবং ১৪ শতাংশ প্রসূতির মৃত্যু ঘটেছে।
কোভিড পজিটিভ গর্ভবতীদের ক্ষেত্রে ১৭ শতাংশের স্বাভাবিক প্রসব হয়েছে। আর ৮৩ শতাংশের সিজার করতে হয়েছে। যেখানে কোভিডমুক্ত গর্ভবতীদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৩২ শতাংশ ও ৬৮ শতাংশ। দেখা গেছে, কোভিড আক্রান্ত নারীর প্রসবকালীন জটিলতার ঝুঁকি সুস্থ গর্ভবতীর তুলনায় ২৮ দশমিক ২ গুণ বেশি।
বায়জীদ খুরশীদ রিয়াজ জানান, জরিপে অংশ নেওয়া করোনা আক্রান্ত গর্ভবতীদের ৯১ দশমিক ২ শতাংশের উপসর্গ দৃশ্যমান ছিল। বাকি ৮ দশমিক ৪ শতাংশের কোনো উপসর্গ ছিল না।
আক্রান্তদের মধ্যে ৭৭ দশমিক ৬ শতাংশের জ্বরের লক্ষণ ছিল, ৪৩ দশমিক ৯ শতাংশের কাশি, ৩৯ দশমিক ৮ শতাংশের শ্বাসকষ্ট, ৩৭ দশমিক ২ শতাংশ কোনো স্বাদ পেতেন না এবং ৩২ দশমিক ৭ শতাংশ গন্ধ পেতেন না। এ ছাড়া ২৬ দশমিক ৫ শতাংশের মাথাব্যথা ছিল।
অনুষ্ঠানে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বলেন, ‘করোনার শুরু থেকে আমরা সংকটাপন্ন এই সময়ে গর্ভধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। জটিলতা যাতে না হয় সে জন্য দ্রুত গর্ভবতী মায়েদের টিকা নিতে হবে। যেকোনোভাবে হোক তাঁদের টিকা দিতে হবে। এখন ওমিক্রন এসেছে, আমরা অনুরোধ করবে, একেবারে প্রয়োজন না হলে এই মুহূর্তে গর্ভধারণ থেকে বিরত থাকাই উত্তম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত
১ দিন আগেডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এই ওষুধটির ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। তাঁরা বলেছে, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্যও এই ওষুধটি বেশ কার্যকর হতে পারে।
১ দিন আগে‘ডিজিটাল অন্তরঙ্গতা বাস্তব জীবনের প্রতি আগ্রহ নষ্ট করে। তাই শিশুরা যখন গেম খেলে অথবা জীবনসঙ্গীরা যখন গেমে মগ্ন হয়, তারা প্রকৃত ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হারায়। শিশুরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা, গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ও সংযুক্তির প্রয়োজন মেটানোর আগ্রহ হারিয়ে ফেলে; যা তাদের ও মা-বাবার মধ্যকার...
২ দিন আগেকখনো কখনো তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, আলো ও শব্দে অসহ্য যন্ত্রণা; এসবের কারণে কাজের জায়গা তো বটেই, ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। এসবই মাইগ্রেন নামের এক নীরব শত্রুর কাজ। অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে...
২ দিন আগে