নূরজাহান বেগম
প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। মানে ওর প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। অন্যান্য তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো অসুখের লক্ষণ?
দেবলীনা রায়, রাজশাহী
ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। বিষয়টি নিয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।
তবে শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম পছন্দ হচ্ছে না ইত্যাদি ব্যাপারগুলো খতিয়ে দেখতে হবে।
প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটি দিয়ে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। ওর মধ্যে এর কারণে আলাদা করে কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। আমি ঘামাচি পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। আমার ছেলের বয়স সাত বছর।
রাফিয়া খন্দকার, সিলেট
সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সরাসরি শিশু বিশেষজ্ঞ কিংবা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। মানে ওর প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। অন্যান্য তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো অসুখের লক্ষণ?
দেবলীনা রায়, রাজশাহী
ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। বিষয়টি নিয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।
তবে শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম পছন্দ হচ্ছে না ইত্যাদি ব্যাপারগুলো খতিয়ে দেখতে হবে।
প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটি দিয়ে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। ওর মধ্যে এর কারণে আলাদা করে কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। আমি ঘামাচি পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। আমার ছেলের বয়স সাত বছর।
রাফিয়া খন্দকার, সিলেট
সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সরাসরি শিশু বিশেষজ্ঞ কিংবা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্যে রয়েছে ‘থ্যালেটস’ (Phthalates) নামক রাসায়নিক পদার্থ। আর এই থ্যালেটস কোনো নির্বিরোধী রাসায়নিক উপাদান নয়। এর কারণে মৃত্যুর ঘটনা অনেক বেশি। থ্যালেটসের সংস্পর্শে আসার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবর
১৯ ঘণ্টা আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
১ দিন আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
২ দিন আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
২ দিন আগে