Ajker Patrika

ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না

ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল 
ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না

প্রশ্ন: আমার বয়স ১৮ বছর। ৫/৬ মাস ধরে আমার গলার ডান পাশে টনসিলে ব্যথা। ঘুম থেকে ওঠার পর ব্যথা বেশি হয়। গরম পানি খাচ্ছি। ঠান্ডা খাবার একেবারেই খাই না। কী করণীয়?
সোহান রহমান, ভোলা

এ ধরনের সমস্যাকে টনসিলাইটিস বলে। এই সমস্যা ওষুধ খেলে ভালো হলেও কয়েক দিন বা কয়েক মাস বা বছর পরপর হতে পারে। এ মুহূর্তে আপনার করণীয় হলো, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া। পর্যাপ্ত পানি পান করুন। কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করুন। ফ্রিজের কোনো খাবার, যেমন আইসক্রিম, কোমল পানীয় এবং ঠান্ডা পানি পান করবেন না। ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খান। এ সমস্যার স্থায়ী সমাধান হলো টনসিলেকটমি অপারেশন। এর মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে পারেন।

প্রশ্ন: শীতের আগে ও বসন্তকালে আমার প্রচণ্ড কাশি হয়। দুই বছর ধরে এটা লক্ষ করছি। এটা কি ধুলোবালির কারণে হতে পারে? কাশির সঙ্গে অ্যালার্জির এই 
সম্পর্ক আছে? 
মেঘলা সরকার, সন্দ্বীপ

আপনি বয়স উল্লেখ করেননি এবং পাশাপাশি ধূমপান করেন কি না, তা লেখেননি। নারী হিসেবে আমরা অধূমপায়ী ধরে নিয়ে এটাকে ডাস্ট অ্যালার্জি মনে করছি। বাংলাদেশে শীতের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত বাতাস শুষ্ক থাকে। এ সময় প্রচুর ধুলাবালু ও ফুলের রেণু থাকে, যা ফুসফুসের অ্যালার্জির মাত্রা বাড়িয়ে দেয় এবং কাশির উদ্রেক করে।

কাশির সঙ্গে অ্যালার্জির সম্পর্ক হলো, অ্যালার্জি ফুসফুসে প্রদাহ তৈরি করে যা কাশির বিস্তার ঘটায়। চিকিৎসা হিসেবে, এ সময়ে বাইরে গেলে মাস্ক পরবেন, পর্যাপ্ত পানি পান করবেন এবং শীতের শুরু থেকে মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ খাবেন। বেশি কাশি হলে নাক, কান ও গলাবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সিরাপসহ অ্যান্টিবায়োটিক সেবন করার প্রয়োজন হতে পারে।

প্রশ্ন: কোল্ড অ্যালার্জি থাকলে কী কী বিষয়ে মেনে চলতে হবে? আমার ধারণা, শিশুর কোল্ড অ্যালার্জি আছে। ওর বয়স ৪ বছর।
শিমুল মল্লিক, নোয়াখালী

কোল্ড অ্যালার্জি হলো ঠান্ডা খাবার 
বা পরিবেশে গেলে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নাক বন্ধ ইত্যাদি সমস্যা হওয়া। শিশুদের এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। আপনার শিশুর বয়স যেহেতু চার বছর, তাই এটা হতে পারে। এ ক্ষেত্রে তাকে ফ্রিজের ঠান্ডা কোনো খাবার দেবেন না, বিশেষ করে আইসক্রিম, ঠান্ডা কোমল পানীয় এবং ফ্রিজের ঠান্ডা পানি। শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না। শীতে মোটা কাপড় পরাবেন, বাইরে গেলে গলায় মাফলার পেঁচিয়ে রাখবেন। প্রচুর টক বা ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খাওয়াবেন। বেশি সমস্যা হলে রক্তের অ্যালার্জি পরীক্ষা করিয়ে নাক, কান ও গলাবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।

পরামর্শ দিয়েছেন, ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল,নাক কান গলাবিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত