ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল
প্রশ্ন: আমার বয়স ১৮ বছর। ৫/৬ মাস ধরে আমার গলার ডান পাশে টনসিলে ব্যথা। ঘুম থেকে ওঠার পর ব্যথা বেশি হয়। গরম পানি খাচ্ছি। ঠান্ডা খাবার একেবারেই খাই না। কী করণীয়?
সোহান রহমান, ভোলা
এ ধরনের সমস্যাকে টনসিলাইটিস বলে। এই সমস্যা ওষুধ খেলে ভালো হলেও কয়েক দিন বা কয়েক মাস বা বছর পরপর হতে পারে। এ মুহূর্তে আপনার করণীয় হলো, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া। পর্যাপ্ত পানি পান করুন। কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করুন। ফ্রিজের কোনো খাবার, যেমন আইসক্রিম, কোমল পানীয় এবং ঠান্ডা পানি পান করবেন না। ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খান। এ সমস্যার স্থায়ী সমাধান হলো টনসিলেকটমি অপারেশন। এর মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে পারেন।
প্রশ্ন: শীতের আগে ও বসন্তকালে আমার প্রচণ্ড কাশি হয়। দুই বছর ধরে এটা লক্ষ করছি। এটা কি ধুলোবালির কারণে হতে পারে? কাশির সঙ্গে অ্যালার্জির এই
সম্পর্ক আছে?
মেঘলা সরকার, সন্দ্বীপ
আপনি বয়স উল্লেখ করেননি এবং পাশাপাশি ধূমপান করেন কি না, তা লেখেননি। নারী হিসেবে আমরা অধূমপায়ী ধরে নিয়ে এটাকে ডাস্ট অ্যালার্জি মনে করছি। বাংলাদেশে শীতের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত বাতাস শুষ্ক থাকে। এ সময় প্রচুর ধুলাবালু ও ফুলের রেণু থাকে, যা ফুসফুসের অ্যালার্জির মাত্রা বাড়িয়ে দেয় এবং কাশির উদ্রেক করে।
কাশির সঙ্গে অ্যালার্জির সম্পর্ক হলো, অ্যালার্জি ফুসফুসে প্রদাহ তৈরি করে যা কাশির বিস্তার ঘটায়। চিকিৎসা হিসেবে, এ সময়ে বাইরে গেলে মাস্ক পরবেন, পর্যাপ্ত পানি পান করবেন এবং শীতের শুরু থেকে মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ খাবেন। বেশি কাশি হলে নাক, কান ও গলাবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সিরাপসহ অ্যান্টিবায়োটিক সেবন করার প্রয়োজন হতে পারে।
প্রশ্ন: কোল্ড অ্যালার্জি থাকলে কী কী বিষয়ে মেনে চলতে হবে? আমার ধারণা, শিশুর কোল্ড অ্যালার্জি আছে। ওর বয়স ৪ বছর।
শিমুল মল্লিক, নোয়াখালী
কোল্ড অ্যালার্জি হলো ঠান্ডা খাবার
বা পরিবেশে গেলে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নাক বন্ধ ইত্যাদি সমস্যা হওয়া। শিশুদের এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। আপনার শিশুর বয়স যেহেতু চার বছর, তাই এটা হতে পারে। এ ক্ষেত্রে তাকে ফ্রিজের ঠান্ডা কোনো খাবার দেবেন না, বিশেষ করে আইসক্রিম, ঠান্ডা কোমল পানীয় এবং ফ্রিজের ঠান্ডা পানি। শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না। শীতে মোটা কাপড় পরাবেন, বাইরে গেলে গলায় মাফলার পেঁচিয়ে রাখবেন। প্রচুর টক বা ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খাওয়াবেন। বেশি সমস্যা হলে রক্তের অ্যালার্জি পরীক্ষা করিয়ে নাক, কান ও গলাবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন, ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল,নাক কান গলাবিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: আমার বয়স ১৮ বছর। ৫/৬ মাস ধরে আমার গলার ডান পাশে টনসিলে ব্যথা। ঘুম থেকে ওঠার পর ব্যথা বেশি হয়। গরম পানি খাচ্ছি। ঠান্ডা খাবার একেবারেই খাই না। কী করণীয়?
সোহান রহমান, ভোলা
এ ধরনের সমস্যাকে টনসিলাইটিস বলে। এই সমস্যা ওষুধ খেলে ভালো হলেও কয়েক দিন বা কয়েক মাস বা বছর পরপর হতে পারে। এ মুহূর্তে আপনার করণীয় হলো, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া। পর্যাপ্ত পানি পান করুন। কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করুন। ফ্রিজের কোনো খাবার, যেমন আইসক্রিম, কোমল পানীয় এবং ঠান্ডা পানি পান করবেন না। ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খান। এ সমস্যার স্থায়ী সমাধান হলো টনসিলেকটমি অপারেশন। এর মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে পারেন।
প্রশ্ন: শীতের আগে ও বসন্তকালে আমার প্রচণ্ড কাশি হয়। দুই বছর ধরে এটা লক্ষ করছি। এটা কি ধুলোবালির কারণে হতে পারে? কাশির সঙ্গে অ্যালার্জির এই
সম্পর্ক আছে?
মেঘলা সরকার, সন্দ্বীপ
আপনি বয়স উল্লেখ করেননি এবং পাশাপাশি ধূমপান করেন কি না, তা লেখেননি। নারী হিসেবে আমরা অধূমপায়ী ধরে নিয়ে এটাকে ডাস্ট অ্যালার্জি মনে করছি। বাংলাদেশে শীতের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত বাতাস শুষ্ক থাকে। এ সময় প্রচুর ধুলাবালু ও ফুলের রেণু থাকে, যা ফুসফুসের অ্যালার্জির মাত্রা বাড়িয়ে দেয় এবং কাশির উদ্রেক করে।
কাশির সঙ্গে অ্যালার্জির সম্পর্ক হলো, অ্যালার্জি ফুসফুসে প্রদাহ তৈরি করে যা কাশির বিস্তার ঘটায়। চিকিৎসা হিসেবে, এ সময়ে বাইরে গেলে মাস্ক পরবেন, পর্যাপ্ত পানি পান করবেন এবং শীতের শুরু থেকে মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ খাবেন। বেশি কাশি হলে নাক, কান ও গলাবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সিরাপসহ অ্যান্টিবায়োটিক সেবন করার প্রয়োজন হতে পারে।
প্রশ্ন: কোল্ড অ্যালার্জি থাকলে কী কী বিষয়ে মেনে চলতে হবে? আমার ধারণা, শিশুর কোল্ড অ্যালার্জি আছে। ওর বয়স ৪ বছর।
শিমুল মল্লিক, নোয়াখালী
কোল্ড অ্যালার্জি হলো ঠান্ডা খাবার
বা পরিবেশে গেলে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নাক বন্ধ ইত্যাদি সমস্যা হওয়া। শিশুদের এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। আপনার শিশুর বয়স যেহেতু চার বছর, তাই এটা হতে পারে। এ ক্ষেত্রে তাকে ফ্রিজের ঠান্ডা কোনো খাবার দেবেন না, বিশেষ করে আইসক্রিম, ঠান্ডা কোমল পানীয় এবং ফ্রিজের ঠান্ডা পানি। শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না। শীতে মোটা কাপড় পরাবেন, বাইরে গেলে গলায় মাফলার পেঁচিয়ে রাখবেন। প্রচুর টক বা ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খাওয়াবেন। বেশি সমস্যা হলে রক্তের অ্যালার্জি পরীক্ষা করিয়ে নাক, কান ও গলাবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন, ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল,নাক কান গলাবিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ মিনিট আগেসচেতনতার অভাবে নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা কমার কারণে নবজাতক মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন একদল বিশেষজ্ঞ। তাঁরা বলছেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও চিকিৎসকেরা মিলে কৌটা দুধের বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার কারণে তারা এসব দুধ নবজাতককে খাওয়ানোর জন্য প্ররোচিত করে। ফলে নবজাতককে বুকের দু
১ দিন আগেগরমে স্বস্তির অপর নাম এসি। বাইরে যখন তাপমাত্রা অসহনীয়, তখন ঘরের মধ্যে শীতল বাতাস যেন এক স্বর্গীয় অনুভূতি। শুধু আরামই নয়, এসি ব্যবহারে ঘরের আর্দ্রতাও নিয়ন্ত্রিত থাকে। তবে অনেকেই আছেন যারা গরমে গরমে কষ্ট করেও এসি ব্যবহার করেন না। তাঁদের বিশ্বাস, এসি থেকে অসুস্থ হওয়া যায়। এটি অনেকের কাছে অবাস্তব মনে...
১ দিন আগেডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে