Ajker Patrika

হ্যান্ড, ফুট ও মাউথ রোগে ভয়ের কারণ নেই

ডা. মো. মোশাররফ হোসেন
হ্যান্ড, ফুট ও মাউথ রোগে ভয়ের কারণ নেই

এটি ভাইরাসজনিত রোগ। এ রোগ কয়েক বছর থেকে শিশুদের বেশি দেখা যাচ্ছে। অনেকে এটাকে জলবসন্ত মনে করেন। হ্যান্ড, ফুট ও মাউথ ডিজিজ—রোগের এমন নাম থেকে বোঝা যায় রোগটি হাত, পা ও মুখের ভেতর হয়।

এই রোগ সাধারণত ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের বেশি হয়। তবে শিশুদের ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বড়দের হতে পারে।

এই রোগ কেন হয়

এ রোগের প্রধান কারণ ভাইরাস। প্রধানত কক্সেকি ভাইরাস এবং কোনো কোনো ক্ষেত্রে এন্টেরো ভাইরাস সংক্রমণে এ রোগ হয়।

লক্ষণ কী

  • রোগটি মৃদু জ্বর ও মুখের ভেতর ঘা দিয়ে শুরু হয়।
  • খাওয়াদাওয়ায় কষ্ট বা অনীহা দেখা দেয়।
  • ৪.৯০ শতাংশের ক্ষেত্রে মুখের ভেতর ঘা হয়।
  • শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ও চুলকানিহীন গোটা বা ফোসকা পড়ে। তবে বেশি হয় হাতের তালু ও পায়ের তলায়। ফোসকাগুলোর চারদিকে লালচে আভা থাকে। সংক্রমণ খুবই সাধারণ এবং এক সপ্তাহের বেশি স্থায়ী হয় না।

চিকিৎসা

এটি ভাইরাসজনিত এবং সেলফ লিমিটিং ডিজিজ। তাই এর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। সাধারণত এক সপ্তাহে রোগী ভালো হয়ে যায়। লক্ষণভিত্তিক কিছু চিকিৎসা লাগতে পারে কখনো কখনো। শিশুদের পর্যাপ্ত তরলজাতীয় খাবার ও টকজাতীয় ফল বেশি খাওয়াতে হবে।

পরামর্শ দিয়েছেন: ডা. মো. মোশাররফ হোসেন ,চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট

চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত