Ajker Patrika

চোখের আঘাতে কী করবেন কী করবেন না

ডা. মো. আরমান হোসেন রনি
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭: ১৩
চোখের আঘাতে কী করবেন কী করবেন না

বিশুদ্ধ পানির ঝাপটা দিয়ে বেশি বেশি চোখ পরিষ্কার করলে ৯০ শতাংশ ক্ষেত্রে রক্ষা পাওয়া যায়।

চোখে আঘাত বলতে অক্ষিগোলক ও তার পাশের জায়গার আঘাতকে বোঝায়। চোখে বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে। এ কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আঘাতের কারণ
»    হঠাৎ খোঁচা লাগা
»    চোখে ধুলাবালি বা রাসায়নিক বস্তু ঢুকে যাওয়া
»    খেলাধুলা ও দুর্ঘটনা
»    এয়ারগান, পেলেট গান এবং পেন্ট বলের আঘাত
»    আতশবাজি বা ধোঁয়া 

প্রতিকার 
»    চোখে ধুলাবালি পড়লে
»    স্যালাইন দ্রবণ বা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। 
»    চোখের পাতার নিচে আটকে থাকা কণাগুলো ব্রাশ করার জন্য নিজের চোখের পাতার ওপর ওপরের চোখের পাতাটি টানুন। সব কণা অপসারণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে একজন চক্ষু বিশেষজ্ঞের সহায়তা নিন। 
যা করবেন না
»    চোখ ঘষবেন না। এতে চোখের মণির ক্ষতি হতে পারে।
»    চোখে কিছু পড়লে 
»    সম্ভব হলে চোখ ঢেকে রাখুন। 
»    দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
»    চোখ ঘষবেন না।
»    চোখে ব্যান্ডেজ করা থেকে বিরত থাকুন।

চোখে রাসায়নিক ঢুকে গেলে
»    পানি দিয়ে চোখ পরিষ্কার করুন। 
»    সম্ভব হলে রাসায়নিক বস্তুটি শনাক্ত করুন। 
»    অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ভোঁতা আঘাতের জন্য
»    হালকা করে ঠান্ডা কম্প্রেশন প্রয়োগ করুন। 
»    চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

যা করবেন না
»    ⁠চোখে চাপ দেবেন না।

বিপদ চিহ্ন
যা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে 
»    দৃষ্টি ঝাপসা লাগলে
»    চোখে প্রচণ্ড ব্যথা হলে
»    চোখ অনেক ফুলে গেলে
»    হঠাৎ সবকিছু দুটো করে দেখা শুরু করলে
»    কোনো ক্ষত নজরে এলে বা রক্তক্ষরণ হলে।

লেখক: কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত