ডা. মো. আরমান হোসেন রনি
চোখে আঘাত বলতে অক্ষিগোলক ও তার পাশের জায়গার আঘাতকে বোঝায়। চোখে বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে। এ কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আঘাতের কারণ
» হঠাৎ খোঁচা লাগা
» চোখে ধুলাবালি বা রাসায়নিক বস্তু ঢুকে যাওয়া
» খেলাধুলা ও দুর্ঘটনা
» এয়ারগান, পেলেট গান এবং পেন্ট বলের আঘাত
» আতশবাজি বা ধোঁয়া
প্রতিকার
» চোখে ধুলাবালি পড়লে
» স্যালাইন দ্রবণ বা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
» চোখের পাতার নিচে আটকে থাকা কণাগুলো ব্রাশ করার জন্য নিজের চোখের পাতার ওপর ওপরের চোখের পাতাটি টানুন। সব কণা অপসারণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে একজন চক্ষু বিশেষজ্ঞের সহায়তা নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না। এতে চোখের মণির ক্ষতি হতে পারে।
» চোখে কিছু পড়লে
» সম্ভব হলে চোখ ঢেকে রাখুন।
» দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না।
» চোখে ব্যান্ডেজ করা থেকে বিরত থাকুন।
চোখে রাসায়নিক ঢুকে গেলে
» পানি দিয়ে চোখ পরিষ্কার করুন।
» সম্ভব হলে রাসায়নিক বস্তুটি শনাক্ত করুন।
» অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ভোঁতা আঘাতের জন্য
» হালকা করে ঠান্ডা কম্প্রেশন প্রয়োগ করুন।
» চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখে চাপ দেবেন না।
বিপদ চিহ্ন
যা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে
» দৃষ্টি ঝাপসা লাগলে
» চোখে প্রচণ্ড ব্যথা হলে
» চোখ অনেক ফুলে গেলে
» হঠাৎ সবকিছু দুটো করে দেখা শুরু করলে
» কোনো ক্ষত নজরে এলে বা রক্তক্ষরণ হলে।
লেখক: কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা
চোখে আঘাত বলতে অক্ষিগোলক ও তার পাশের জায়গার আঘাতকে বোঝায়। চোখে বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে। এ কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আঘাতের কারণ
» হঠাৎ খোঁচা লাগা
» চোখে ধুলাবালি বা রাসায়নিক বস্তু ঢুকে যাওয়া
» খেলাধুলা ও দুর্ঘটনা
» এয়ারগান, পেলেট গান এবং পেন্ট বলের আঘাত
» আতশবাজি বা ধোঁয়া
প্রতিকার
» চোখে ধুলাবালি পড়লে
» স্যালাইন দ্রবণ বা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
» চোখের পাতার নিচে আটকে থাকা কণাগুলো ব্রাশ করার জন্য নিজের চোখের পাতার ওপর ওপরের চোখের পাতাটি টানুন। সব কণা অপসারণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে একজন চক্ষু বিশেষজ্ঞের সহায়তা নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না। এতে চোখের মণির ক্ষতি হতে পারে।
» চোখে কিছু পড়লে
» সম্ভব হলে চোখ ঢেকে রাখুন।
» দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না।
» চোখে ব্যান্ডেজ করা থেকে বিরত থাকুন।
চোখে রাসায়নিক ঢুকে গেলে
» পানি দিয়ে চোখ পরিষ্কার করুন।
» সম্ভব হলে রাসায়নিক বস্তুটি শনাক্ত করুন।
» অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ভোঁতা আঘাতের জন্য
» হালকা করে ঠান্ডা কম্প্রেশন প্রয়োগ করুন।
» চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখে চাপ দেবেন না।
বিপদ চিহ্ন
যা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে
» দৃষ্টি ঝাপসা লাগলে
» চোখে প্রচণ্ড ব্যথা হলে
» চোখ অনেক ফুলে গেলে
» হঠাৎ সবকিছু দুটো করে দেখা শুরু করলে
» কোনো ক্ষত নজরে এলে বা রক্তক্ষরণ হলে।
লেখক: কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা
গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত
২ দিন আগেডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এই ওষুধটির ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। তাঁরা বলেছে, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্যও এই ওষুধটি বেশ কার্যকর হতে পারে।
২ দিন আগে‘ডিজিটাল অন্তরঙ্গতা বাস্তব জীবনের প্রতি আগ্রহ নষ্ট করে। তাই শিশুরা যখন গেম খেলে অথবা জীবনসঙ্গীরা যখন গেমে মগ্ন হয়, তারা প্রকৃত ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হারায়। শিশুরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা, গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ও সংযুক্তির প্রয়োজন মেটানোর আগ্রহ হারিয়ে ফেলে; যা তাদের ও মা-বাবার মধ্যকার...
৩ দিন আগেকখনো কখনো তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, আলো ও শব্দে অসহ্য যন্ত্রণা; এসবের কারণে কাজের জায়গা তো বটেই, ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। এসবই মাইগ্রেন নামের এক নীরব শত্রুর কাজ। অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে...
৩ দিন আগে