ডা. এম ইয়াছিন আলী
কবজি বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস অন্যতম। আমাদের কবজি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকের টেনডনে প্রদাহ হলে তাকে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস বলে। সাধারণত মধ্যবয়স্ক নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন।
রোগের কারণ
বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে:
» আঘাত
» ভারী জিনিসপত্র ওঠানো
» রিউমাটয়েড আর্থ্রাইটিস
» একটানা লেখালেখি করা
» দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা
» ড্রিল মেশিন ব্যবহার করা ইত্যাদি।
লক্ষণ
» হাতের বৃদ্ধাঙ্গুল নাড়াতে না পারা
» ভেজা কাপড় চিপতে ব্যথা হওয়া
» হাত দিয়ে ভারী জিনিসপত্র ওঠাতে না পারা
» বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মাংসপেশি শুকিয়ে যাওয়া
» আঙুল দুর্বল হয়ে পড়ে এবং কাজ করলে ব্যথা বাড়ে
চিকিৎসা
এ রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা বেশি জরুরি। কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে।
সতর্কতা
রোগ নির্ণীত হলে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কবজির ওপর চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন:
» হাত দিয়ে ভারী কিছু ওঠাবেন না
» কাপড়চোপড় চিপবেন না
» টিউবওয়েল চাপবেন না
» একটানা বেশিক্ষণ লেখালেখি করবেন না
» দা, কোদাল বা কুড়াল ব্যবহার করবেন না
» ড্রিল মেশিন ব্যবহার বাদ দিতে হবে
» কাজ করার সময় রিস্টব্যান্ড ব্যবহার করতে হবে।
ডা. এম ইয়াছিন আলী, বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
কবজি বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস অন্যতম। আমাদের কবজি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকের টেনডনে প্রদাহ হলে তাকে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস বলে। সাধারণত মধ্যবয়স্ক নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন।
রোগের কারণ
বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে:
» আঘাত
» ভারী জিনিসপত্র ওঠানো
» রিউমাটয়েড আর্থ্রাইটিস
» একটানা লেখালেখি করা
» দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা
» ড্রিল মেশিন ব্যবহার করা ইত্যাদি।
লক্ষণ
» হাতের বৃদ্ধাঙ্গুল নাড়াতে না পারা
» ভেজা কাপড় চিপতে ব্যথা হওয়া
» হাত দিয়ে ভারী জিনিসপত্র ওঠাতে না পারা
» বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মাংসপেশি শুকিয়ে যাওয়া
» আঙুল দুর্বল হয়ে পড়ে এবং কাজ করলে ব্যথা বাড়ে
চিকিৎসা
এ রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা বেশি জরুরি। কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে।
সতর্কতা
রোগ নির্ণীত হলে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কবজির ওপর চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন:
» হাত দিয়ে ভারী কিছু ওঠাবেন না
» কাপড়চোপড় চিপবেন না
» টিউবওয়েল চাপবেন না
» একটানা বেশিক্ষণ লেখালেখি করবেন না
» দা, কোদাল বা কুড়াল ব্যবহার করবেন না
» ড্রিল মেশিন ব্যবহার বাদ দিতে হবে
» কাজ করার সময় রিস্টব্যান্ড ব্যবহার করতে হবে।
ডা. এম ইয়াছিন আলী, বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
কোনো কারণে মস্তিষ্কের রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হয়ে স্নায়ুকোষ নষ্ট হলে স্ট্রোক হয়। সাধারণত দুটি কারণে স্ট্রোক হয়—মস্তিষ্কে রক্তপ্রবাহ ব্যাহত হলে এবং রক্তক্ষরণ ঘটলে।
১৫ ঘণ্টা আগেচিনির বিকল্প হিসেবে কৃত্রিম চিনির ব্যবহার দিন দিন বাড়ছে। প্রোটিন বার, লো-কার্ব ডায়েট পণ্য থেকে শুরু করে সকালের চা-কফিতেও ব্যবহৃত হচ্ছে এরিথ্রিটলের মতো কৃত্রিম চিনি। ওজন নিয়ন্ত্রণ বা ক্যালরি কমানোর লক্ষ্যে একে দারুণ সমাধান মনে করা হলেও সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে নতুন শঙ্কা। কার্ডিওভাসকুলার...
১৫ ঘণ্টা আগেগরমের দিনে আমাদের কিছু বিষয়ে নজর দিতে হবে। গরমে শিশুরা বেশ কষ্ট পায় এবং বিভিন্ন উপসর্গও দেখা দেয়। যেমন শিশুর ঠান্ডা লাগা, র্যাশ ও ঘামাচি হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি। তাই এ সময় শিশুকে সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি সচেতনতা ও যত্ন।
১৫ ঘণ্টা আগেপার্কে হাঁটতে গিয়ে বড় কোনো গাছ জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখ বন্ধ করে রাখার অভ্য়াস কি আপনারও আছে? তাহলে বলে রাখা ভালো, এই অভ্যাস আপনার জীবনে শান্তিই বয়ে আনবে।
১৫ ঘণ্টা আগে