Ajker Patrika

বকেয়া বেতন পরিশোধ চান শিশু বিকাশের কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক
বকেয়া বেতন পরিশোধের দাবিতে শিশু বিকাশের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। ছবি: আজকের পত্রিকা
বকেয়া বেতন পরিশোধের দাবিতে শিশু বিকাশের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। ছবি: আজকের পত্রিকা

শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আট মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কেন্দ্রগুলোকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তারা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তাঁরা।

মূল প্রবন্ধ পাঠ করেন সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশু মনোবিজ্ঞানী) ড. ফায়েজা আহমেদ। বক্তব্য দেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি রোদেলা আমিন, চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব, শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা মামুন, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট মেরিনা লতিফ প্রমুখ।

ড. ফায়েজা আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আট মাস ধরে কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। এমনকি মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পান না। অনেকে চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায়। তিনি বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং শিশু বিকাশ কেন্দ্রকে রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবি জানান।

জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ডা. মামুন বলেন, বেতন না পেলে শিশু বিকাশ কেন্দ্রের সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।

চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব বলেন, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুরা শিশু বিকাশ কেন্দ্রের বিশেষায়িত সেবা থেকে বঞ্চিত হলে দেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়বে, যা সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের ওপর চাপ সৃষ্টি করবে।

অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ থাকাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেন এবং বেতন দ্রুত পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলন শেষে শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত