ডা. ইফফাত সামরিন মুনা
ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ
ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ
গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্যে রয়েছে ‘থ্যালেটস’ (Phthalates) নামক রাসায়নিক পদার্থ। আর এই থ্যালেটস কোনো নির্বিরোধী রাসায়নিক উপাদান নয়। এর কারণে মৃত্যুর ঘটনা অনেক বেশি। থ্যালেটসের সংস্পর্শে আসার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবর
১৯ ঘণ্টা আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
১ দিন আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
২ দিন আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
২ দিন আগে