Ajker Patrika

ইউনাইটেড হেলথকেয়ারে ‘বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস’ পালন

ইউনাইটেড হেলথকেয়ারে ‘বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস’ পালন

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড ও এর সহপ্রতিষ্ঠান জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স দিনব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করেছে। 

দিনের শুরুতেই ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং জামালপুরের এম এ রশিদ হসপিটাল তাদের নিজ নিজ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল প্রফেশনালদের নিয়ে একটি র‍্যালি বের করে। অ্যানেসথেসিয়ার গুরুত্ব বোঝাতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ক ভীতি দূর করার লক্ষ্যে চিকিৎসকেরা নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন। এতে অ্যানেসথেসিয়া সম্পর্কিত ভুল ধারণাগুলো দূর হবে এবং সঠিক তথ্যটি সকলের জানা থাকবে বলে তাঁরা মনে করেন। 

এ ছাড়া ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড একটি বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এই আলোচনা অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী কনসালট্যান্ট ডা. আশফাক বার চৌধুরী অ্যানেসথেসিয়ার ইতিহাস, ব্যবহারের ব্যাপকতা ও এবারের বিশ্ব অ্যানেসথেসিয়া দিবসের মূল প্রতিপাদ্য ‘ওয়ার্কফোর্স ওয়েলবিয়িং’ নিয়ে আলোচনা করেন। 

এই অনুষ্ঠানে অনলাইনে জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স থেকে অ্যানেসথেসিয়া বিভাগসহ অন্যান্য বিভাগের ডাক্তার ও মেডিকেল প্রফেশনালরা যোগ দেন। 

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান; প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস, অ্যাসোসিয়েট ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ডা. আজমল কাদের চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল প্রফেশনালদের পাশাপাশি ইউনাইটেড মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল ওয়াকিল উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত