
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিন (আইপিএম) কেরালার মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ভারতের কেরালাতে আইপিএম কেরালার পক্ষে এর পরিচালক ডা. আনোয়ার হোসাইন এবং পিসিএসবির পক্ষে এর সদস্যসচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বিশ্বের ৫২টি দেশের ২০০ জনের বেশি অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত 'মাস্টার ক্লাস ইন প্যালিয়েটিভ কেয়ার' অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। ভিরিজে বিশ্ববিদ্যালয় ব্রাসেলসের অধ্যাপক ডা. লিবী সালনো এই মুহূর্তকে আঞ্চলিক সম্প্রীতির এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।
ডাব্লুএইচও ফেলো ফর কমিউনিটি পার্টিসিপেশন ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড লং টার্ম কেয়ার ডা. সুরেশ কুমার বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্যালিয়েটিভ কেয়ার বিস্তারে বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্পৃক্ততা আরও জোরদার করা হবে বলে আশা করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমাদ বলেন, 'বাংলাদেশ সততা, খোলামেলা সংলাপ এবং আশা নিয়ে সবার সঙ্গে যুক্ত হতে আন্তরিক। কারণ মৃত্যু সবার জন্যই অমোঘ।'
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. হিদার রিচার্ডসন বাংলাদেশে আগামী দিনগুলোতে আরও সক্রিয় কার্যক্রম বিস্তারে ইচ্ছা প্রকাশ করেন।
এই দ্বিপক্ষীয় সমঝোতার চুক্তির সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন, বাংলাদেশের পক্ষে অধ্যাপক (ডা.) হিদার রিচার্ডসন (সদ্য প্রাক্তন সিইও সেন্ট ক্রিস্টোফার হসপিস ইউকে; অধ্যাপক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক (ডা.) নিজামুদ্দিন আহমাদ (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ বিএসএমএমইউ; বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর প্রথম প্যালিয়েটিভ মেডিসিনের অধ্যাপক) এবং আইপিএম এর পক্ষ থেকে ডা. সুরেশ কুমার (ডিরেক্টর; ডাব্লুএইচও ফেলো ফর কমিউনিটি পার্টিসিপেশন ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড লং টার্ম কেয়ার) এবং অধ্যাপক (ডা.) লিবি সালনো (ল্যানসেট কমিশন ভ্যালু অব ডেথ চিফ; কনসালট্যান্ট প্যালিয়েটিভ মেডিসিন সিএনডাব্লিউএল ন্যাশনাল হেলথ ট্রাস্ট ইউকে; অধ্যাপক ভিরিজে বিশ্ববিদ্যালয় ব্রাসেলস)।

প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিন (আইপিএম) কেরালার মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ভারতের কেরালাতে আইপিএম কেরালার পক্ষে এর পরিচালক ডা. আনোয়ার হোসাইন এবং পিসিএসবির পক্ষে এর সদস্যসচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বিশ্বের ৫২টি দেশের ২০০ জনের বেশি অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত 'মাস্টার ক্লাস ইন প্যালিয়েটিভ কেয়ার' অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। ভিরিজে বিশ্ববিদ্যালয় ব্রাসেলসের অধ্যাপক ডা. লিবী সালনো এই মুহূর্তকে আঞ্চলিক সম্প্রীতির এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।
ডাব্লুএইচও ফেলো ফর কমিউনিটি পার্টিসিপেশন ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড লং টার্ম কেয়ার ডা. সুরেশ কুমার বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্যালিয়েটিভ কেয়ার বিস্তারে বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্পৃক্ততা আরও জোরদার করা হবে বলে আশা করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমাদ বলেন, 'বাংলাদেশ সততা, খোলামেলা সংলাপ এবং আশা নিয়ে সবার সঙ্গে যুক্ত হতে আন্তরিক। কারণ মৃত্যু সবার জন্যই অমোঘ।'
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. হিদার রিচার্ডসন বাংলাদেশে আগামী দিনগুলোতে আরও সক্রিয় কার্যক্রম বিস্তারে ইচ্ছা প্রকাশ করেন।
এই দ্বিপক্ষীয় সমঝোতার চুক্তির সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন, বাংলাদেশের পক্ষে অধ্যাপক (ডা.) হিদার রিচার্ডসন (সদ্য প্রাক্তন সিইও সেন্ট ক্রিস্টোফার হসপিস ইউকে; অধ্যাপক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক (ডা.) নিজামুদ্দিন আহমাদ (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ বিএসএমএমইউ; বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর প্রথম প্যালিয়েটিভ মেডিসিনের অধ্যাপক) এবং আইপিএম এর পক্ষ থেকে ডা. সুরেশ কুমার (ডিরেক্টর; ডাব্লুএইচও ফেলো ফর কমিউনিটি পার্টিসিপেশন ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড লং টার্ম কেয়ার) এবং অধ্যাপক (ডা.) লিবি সালনো (ল্যানসেট কমিশন ভ্যালু অব ডেথ চিফ; কনসালট্যান্ট প্যালিয়েটিভ মেডিসিন সিএনডাব্লিউএল ন্যাশনাল হেলথ ট্রাস্ট ইউকে; অধ্যাপক ভিরিজে বিশ্ববিদ্যালয় ব্রাসেলস)।

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এই কর্মসূচি নিয়েছে। এই টিকাদান কার্যক্রমের জন্য ১ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
১১ ঘণ্টা আগে
অনেক বছর ধরে স্থূলতাকে একক রোগ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। কারণ এটি শুধু ডায়াবেটিস, হৃদ্রোগ, স্ট্রোক কিংবা কিছু ক্যানসারের ঝুঁকি বাড়ায় না, স্থূলতা নিজেও এমন একটি স্বতন্ত্র স্বাস্থ্য সমস্যা, যার আলাদাভাবে চিকিৎসা প্রয়োজন।
২০ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরও ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
পিতৃত্বকালীন ছুটির প্রয়োজন নেই বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আলাদা পিতৃত্বকালীন ছুটি দরকার আছে। ছুটি যদি দিতে হয়, তাহলে বাবারও শিশুকে সময় দিতে হবে।’ আজ সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে
২ দিন আগে