Ajker Patrika

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কেন জরুরি

প্রফেসর ডা. এ কে এম মূসা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৫০
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কেন জরুরি

সময়মতো উচ্চ রক্তচাপ নির্ণয় এবং চিকিৎসা না হলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এ রোগে ভুগলেও তাঁরা তা বুঝতে পারেন  না। বিশ্বব্যাপী প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন। কিন্তু কোনো লক্ষণ থাকে না এ রোগের।

ধারাবাহিকভাবে রক্তচাপ যদি ১৪০ ও ৯০ মিলিমিটার পারদের বেশি থাকে, তখন তাকে হাই ব্লাডপ্রেশার বলে ধরে নেওয়া হয়।

কেন হয় উচ্চ রক্তচাপ

  • ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রে এর কারণ জানা যায়নি। তাই তাকে বলা হয় অজ্ঞাত কারণে রক্তচাপ।
  • ৫ শতাংশ ক্ষেত্রে কিডনি, হরমোনজনিত রোগ, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, জন্মনিয়ন্ত্রণ বড়ি কিংবা স্টেরয়েড সেবন এবং অন্যান্য রোগের কারণে রক্তচাপ বেশি হয়।
  • অনিয়ন্ত্রিত রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি। নইলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

হৃৎপিণ্ডের সমস্যা
রক্তচাপের বিপরীতে হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে থাকলে তার দেয়ালগুলো অস্বাভাবিকভাবে পুরু হয়ে নিজস্ব রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। করোনারি রক্তনালিতে ব্লক দেখা দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে হার্ট ফেইলিউর হয়। শরীর ফুলে যায়, বুকে পানি জমে, চলাফেরার সময় শ্বাসকষ্ট হয় এবং ঘুমানোর সময় কাশি ও শ্বাসকষ্ট হয়।

কিডনির সমস্যা
অনিয়ন্ত্রিত রক্তচাপে ধীরে ধীরে কিডনির কার্যকারিতা কমে যাবে। কিডনি ফেইলিউর হলে ডায়ালাইসিস করতে হবে। ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে কিডনি বদল করতে হবে এবং স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্ত হবে।

সাধারণত ১৩০/৮০ আদর্শ রক্তচাপ। কিডনি বা হার্টের রোগের ক্ষেত্রে ১২০/৭৫ আদর্শ রক্তচাপ। প্রেশার চেক করুন ও প্রয়োজনীয় পরামর্শ নিন। জীবনযাপনে পরিবর্তন, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসক নির্ধারিত ওষুধ সেবন করলে ভালো থাকবেন। 

মস্তিষ্কে সমস্যা
অতিরিক্ত রক্তচাপ পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোকে ঝুঁকি বাড়ায়। মস্তিষ্কের রক্তনালি ব্লক কিংবা রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হলে মৃত্যু অথবা চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হবে।

চোখের সমস্যা
রেটিনায় রক্তনালি পরিবর্তিত হয়ে রেটিনোপ্যাথি হলে দৃষ্টিশক্তি কমে যাবে কিংবা অন্ধ হওয়ার ঝুঁকি বাড়বে।

প্রান্তিক রক্তনালিতে সমস্যা
প্রান্তিক রক্তনালি চিকন হওয়ার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে পায়ে গ্যাংগ্রিন তৈরি হতে পারে।

মহাধমনিতে সমস্যা
বুক ও পেটের মহাধমনি অত্যধিক প্রসারিত হয়ে এনিউরিজম হতে পারে। এ কারণে মহাধমনি ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে মৃত্যু হতে পারে।

করণীয় 
চিকিৎসকের চেম্বার এবং বাসায় পরপর কয়েক দিন রক্তচাপ মেপে যদি ১৪০/৯০-এর বেশি পাওয়া যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। ইউরিন আর/ই, সেরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, সুগার প্রোফাইল টেস্ট করতে হবে।

ফলোআপ 
বয়স ৩৫ থেকে ৪০ হলে ৩ থেকে ৬ মাস পরপর ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল টেস্ট করুন এবং প্রয়োজনে ইসিজি পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিন ।

উচ্চ রক্তচাপে যা করতে হবে

  • ধূমপান বাদ দিতে হবে।
  • ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • চিকিৎসকের পরামর্শে প্রতিদিন কিছু ব্যায়াম করতে হবে। যেমন, ৩০ মিনিট জোরে হাঁটা, সাঁতার কাটা ইত্যাদি
  • চিকিৎসক নির্দেশিত ওষুধ নিয়মিত সেবন করুন।
  • কমপক্ষে সপ্তাহে এক দিন রক্তচাপ মেপে লিখে রাখুন।
  • প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন।
  • খাদ্যে লবণের পরিমাণ কমিয়ে দিন এবং অত্যধিক লবণাক্ত খাবার বাদ দিন।
  • লাল মাংস ও চর্বিযুক্ত খাবার বর্জন করুন।
  • মানসিক চাপ কমিয়ে ফেলুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন।
  • হাই কোলেস্টেরল থাকলে খাবার নিয়ন্ত্রণ করুন এবং ওষুধ সেবন করুন। ডায়াবেটিস থাকলে খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের মাধ্যমে কন্ট্রোল রাখুন। 

পরামর্শ দিয়েছেন: অধ্যাপক, মেডিসিন বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ, শাহবাগ, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

হটলাইন: ১০৬৭২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত