Ajker Patrika

কিডনি চিকিৎসায় নতুন সম্ভাবনা

ফিচার ডেস্ক
কিডনি চিকিৎসায়  নতুন সম্ভাবনা

আরহাস ইউনিভার্সিটির গবেষকেরা কিডনির প্রথম দিকের পরিবর্তন শনাক্ত করতে একটি উন্নত স্ক্যানার ব্যবহারে সফলতা পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ রেডিওলজি জার্নালে।

হাইপারপোলারাইজড ১৩সি-পাইরুভেট এমআরআই নামে পরিচিত প্রযুক্তির সাহায্যে চিকিৎসকেরা এখন ফাইব্রোসিস গঠনের আগে রোগ নির্ণয় করতে পারবেন। ফলে আগে থেকে চিকিৎসা শুরু এবং কিডনির সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে পারবেন। নতুন এই গবেষণার প্রধান লেখক আরহাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের পোস্টডক নিকোলজ বোঘ। তিনি বলেন, ‘আমরা বর্তমান সব পদ্ধতির চেয়ে আগে ফাইব্রোসিস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো পরিমাপ করতে পারি, যা ইতিমধ্যে উৎপাদিত ফাইব্রোসিসের পরিমাণ পরিমাপ করে।’

প্রধান লেখক আরও জানান, নতুন পদ্ধতিটি ফাইব্রোসিস নিয়ে গঠিত বিল্ডিং ব্লকগুলোকে ইমেজ করে দ্রুত ক্ষতিগ্রস্ত টিস্যু ধরতে পারে। এই প্রযুক্তি পাইরুভেটের একটি বিশেষ রূপকে ইংজেক্ট করার মাধ্যমে কাজ করে থাকে। এর মাধ্যমে রোগীর শরীর প্রাকৃতিকভাবে শক্তি উৎপাদনে সক্ষম হয়। যখন পাইরুভেট অণুগুলো হাইপারপোলারাইজড হয়, তখন তাদের চৌম্বকীয় সংকেত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাইরুভেটের পরিবর্তনগুলো লক্ষ করেই চিকিৎসকেরা বুঝতে পারবেন প্রাথমিক লক্ষণ। পদ্ধতিটি কার্যকর এবং রোগীদের জন্য নিরাপদ ও আরামদায়ক।

Kidney-1প্রযুক্তিটি কিডনি রোগের বাইরে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তিতে ব্যবহৃত ফাইব্রোজেনেসিস নির্দিষ্ট ধরনের হৃদ্‌যন্ত্রের সমস্যার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তবে ল্যাবরেটরি থেকে এটিকে ক্লিনিক পর্যন্ত নিয়ে যেতে রোগীদের ওপর আরও ট্রায়াল প্রয়োজন। বোঘ ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কিডনি রোগীর ওপর তিনটি ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শনাক্ত করাসহ পদ্ধতির মান প্রদর্শন করা এ গবেষণার লক্ষ্য। প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও হয়তো এর ক্লিনিক্যাল ব্যবহার বেশ চ্যালেঞ্জিং হবে।

সূত্র: এমএসএন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত