Ajker Patrika

স্থাপত্যবিদ্যার সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য, আছে বুয়েটের নাম

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১১ জুন ২০২৪, ১৬: ৫৬
স্থাপত্যবিদ্যার সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য, আছে বুয়েটের নাম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডসের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে (কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং) ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০০ বিশ্ববিদ্যালয়। তালিকাটি নিয়ে ৮ জুন (শনিবার) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ‘কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয়, স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য বিশ্বের সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। 

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, তথ্যটি সঠিক নয়। এ প্রসঙ্গে অনুসন্ধানে ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাটি যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। গত ১০ এপ্রিল প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বার্টলেট স্কুল অব আর্কিটেকচার, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি। 

স্থাপত্যবিদ্যার সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২০১-২৪০তম অবস্থানে বুয়েটের নাম। ছবি: কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংতালিকাটির শীর্ষ ৫০ বা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তবে তালিকাটিতে ২০১ থেকে ২৪০তম স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অর্থাৎ ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকার তথ্যটি সঠিক নয়। 

কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের সমন্বিত তালিকায় প্রথম ৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেয়েছে বুয়েট। এতে বুয়েটের অবস্থান ৭৬১ থেকে ৭৭০-এর মধ্যে।

প্রসঙ্গত, কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের বিগত বছরগুলোর স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাগুলো যাচাই করে দেখা যায়, বাংলাদেশ থেকে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত