ফ্যাক্টচেক
ফুল নয় এ যেন জোড়া পাখি!—এমন ক্যাপশনে পাখির মতো দেখতে চারটি ফুলের কোলাজ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের ৭ লাখ ৮৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২২ মার্চ সুমাইয়া সিমু নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি গত ২২ মার্চ পোস্ট করে লেখা হয়, ‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল।’ অ্যাকাউন্টটি গ্রুপের মডারেটর।
পোস্টটি আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১৩ হাজারের বেশি। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভাইরাল ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এমন ফুলের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এমন ফুল কি আছে?
ফুলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফেসবুকে ‘Nature of universe’ নামের একটি পেজে ২০২৩ সালের ১৯ মে ‘Beautiful Cranes orchid’ বা ‘সুন্দর বক অর্কিড’ ক্যাপশনে ভাইরাল ফুলের ছবিগুলোর একটি খুঁজে পাওয়া যায়। এই সূত্রে পরে খুঁজে উদ্ভিদ বিষয়ক ওয়েবসাইট গার্ডেনিয়া ডট নেটে ক্রেন অর্কিড নামে সাদা রঙের কিছু ফুলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ফুলটির আরেকটি নাম উল্লেখ করা হয়েছে— হোয়াইট ইগ্রেট অর্কিড। ফুলটির বৈজ্ঞানিক নাম হাবেনারিয়া রেডিয়াটা (Habenaria radiata)। ফুলটি সাধারণত জাপান ও চীনে পাওয়া যায়। এই ফুল দেখতে দুই ডানা প্রসারিত বকের মতোই।
ফুলটির একই ধরনের ছবি পাওয়া যায় চীনের রাষ্ট্রীয় ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল সিজিটিএনের একটি প্রতিবেদনেও।
তবে এই ছবিগুলোর সঙ্গে পাখির মতো দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইগ্রেট ফুল দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়নি। এই অমিলের কারণে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। এমন ধারণা থেকে ছবিগুলো এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিগুলো সম্পর্কে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৪ শতাংশ। এআই কনটেন্ট শনাক্তকারী আরেক ওয়েবসাইট এআই অর নট ছবিটি যাচাই শেষে জানায়, ইগ্রেট ফুলের ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিগুলো সম্পর্কে একই ফল পাওয়া যায় এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাগিং ফেইসের বিশ্লেষণ থেকেও। ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইগ্রেট ফুলের দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ।
ফুল নয় এ যেন জোড়া পাখি!—এমন ক্যাপশনে পাখির মতো দেখতে চারটি ফুলের কোলাজ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের ৭ লাখ ৮৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২২ মার্চ সুমাইয়া সিমু নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি গত ২২ মার্চ পোস্ট করে লেখা হয়, ‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল।’ অ্যাকাউন্টটি গ্রুপের মডারেটর।
পোস্টটি আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১৩ হাজারের বেশি। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভাইরাল ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এমন ফুলের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এমন ফুল কি আছে?
ফুলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফেসবুকে ‘Nature of universe’ নামের একটি পেজে ২০২৩ সালের ১৯ মে ‘Beautiful Cranes orchid’ বা ‘সুন্দর বক অর্কিড’ ক্যাপশনে ভাইরাল ফুলের ছবিগুলোর একটি খুঁজে পাওয়া যায়। এই সূত্রে পরে খুঁজে উদ্ভিদ বিষয়ক ওয়েবসাইট গার্ডেনিয়া ডট নেটে ক্রেন অর্কিড নামে সাদা রঙের কিছু ফুলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ফুলটির আরেকটি নাম উল্লেখ করা হয়েছে— হোয়াইট ইগ্রেট অর্কিড। ফুলটির বৈজ্ঞানিক নাম হাবেনারিয়া রেডিয়াটা (Habenaria radiata)। ফুলটি সাধারণত জাপান ও চীনে পাওয়া যায়। এই ফুল দেখতে দুই ডানা প্রসারিত বকের মতোই।
ফুলটির একই ধরনের ছবি পাওয়া যায় চীনের রাষ্ট্রীয় ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল সিজিটিএনের একটি প্রতিবেদনেও।
তবে এই ছবিগুলোর সঙ্গে পাখির মতো দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইগ্রেট ফুল দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়নি। এই অমিলের কারণে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। এমন ধারণা থেকে ছবিগুলো এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিগুলো সম্পর্কে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৪ শতাংশ। এআই কনটেন্ট শনাক্তকারী আরেক ওয়েবসাইট এআই অর নট ছবিটি যাচাই শেষে জানায়, ইগ্রেট ফুলের ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিগুলো সম্পর্কে একই ফল পাওয়া যায় এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাগিং ফেইসের বিশ্লেষণ থেকেও। ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইগ্রেট ফুলের দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকণ্ঠের ফেসবুক পেজে গতকাল শুক্রবার (২ মে) রাত ৯টায় প্রকাশিত ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পার্বত্য চট্টগ্রামে এরা কারা; কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।’
১৩ মিনিট আগেএক ব্যক্তি ঘরের মধ্যে এক নারীকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে—এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি পাকা ঘরের মধ্যে নারীকে ঝাড়ু দিয়ে সজোরে আঘাত করছেন এক লোক। আর ওই নারী ব্যথার চোটে মেঝেতে বসে পড়েছেন।
১ দিন আগেচীন-ভারত সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে পাহাড়ি এলাকায় সেনাসদস্যদের পোশাক পরিহিত দুই পক্ষকে সংঘর্ষে জড়াতে দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষেরই...
২ দিন আগেজম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৪ দিন আগে