Ajker Patrika

এই ছবি ১৪০০ বছর আগে বেঁধে রাখা পাথরের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ৪৯
এই ছবি ১৪০০ বছর আগে বেঁধে রাখা পাথরের নয়

দড়ি দিয়ে বাঁধা দুটি পাথরের ভিডিও প্রচার করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.) বেঁধেছিলেন। এরপর ১ হাজার ৪০০ বছর ধরে পাথরগুলো ঝুলে আছে। ফেসবুকে এমন এক ভিডিও আজ শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ৫ হাজার বার শেয়ার হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে ১ হাজার ২০০। ভিডিওটি দেখা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার বার। এতে প্রায় ১৫০ মন্তব্য পড়েছে। এসব মন্তব্যে নেটিজেনদের ধর্মীয় প্রশংসাসূচক বাক্য লিখতে দেখা যায়।

ভিডিওটি দেখুন এখানে

ফেসবুকে প্রচারিত আরও কিছু ভিডিও দেখুন এখানে, এখানে। 

একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এমন এক ভিডিও ২ লাখ ৭৯ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে। 

টিকটকে প্রচারিত আরও একটি ভিডিও দেখুন এখানে

অনুসন্ধানে দেখা যায়, ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.)-এর বাঁধা কোনো পাথর নয়। বরং এটি মিসরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে ২০০৯ সালের ২৭ জুলাইয়ে প্রচারিত এক ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির সঙ্গে ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি মিসরের কায়রো বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবস্থিত ট্রম্পে ল’য়েল ভাস্কর্য। যা ২০০৮ সালে স্থাপন করা হয়। ভাস্কর্যটির ভাস্করের নাম শাবান মোহাম্মদ আব্বাস। 

মিসরের কায়রো বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবস্থিত ট্রম্পে ল’য়েল ভাস্কর্য। ছবি: অ্যালামি

বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০১৯ সালের ১৪ আগস্টে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকেও নিশ্চিত হওয়া যায়, ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওতে দৃশ্যমান পাথর দুটি মূলত ভাস্কর্য, যা ২০০৮ সালে নির্মাণ করেন শাবান মোহাম্মদ আব্বাস নামে একজন ভাস্কর। তিনি ২০১০ সালের ১৭ নভেম্বর ৪১ বছর বয়সে মারা গেছেন।

মিসরের চারুকলা-সম্পর্কিত সরকারি ওয়েবসাইটে তাঁকে নিয়ে বলা হয়েছে, কায়রোর গেজিরা আর্ট সেন্টারের গার্ডেন মিউজিয়াম, কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মডার্ন ইজিপশিয়ান আর্ট মিউজিয়ামসহ দেশটির বিভিন্ন জাদুঘরে শাবান মোহাম্মদ আব্বাসের শিল্পকর্ম স্থান পেয়েছে। 

সিদ্ধান্ত 
ইন্টারনেটে দড়ি দিয়ে বাঁধা দুটি পাথরের ভিডিও দীর্ঘদিন ধরে প্রচার করে দাবি করা হচ্ছে, পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.) বেঁধে রেখেছিলেন। এরপর ১ হাজার ৪০০ বছর ধরে পাথরগুলো ঝুলে আছে। তবে অনুসন্ধানে দেখা যায়, পাথর দুটি মূলত ২০০৮ সালে নির্মিত একটি ভাস্কর্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত