ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে চলছে বিশ্বকাপের শেষ চারের লড়াই। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেলেও ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে গত রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশি দর্শক–সমর্থকদের থেকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য একটি সংবাদমাধ্যমের লোগো সংবলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না।’
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ভাইরাল একটি পোস্টে দেখা যায়, পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৭০০ বার। আর এতে মন্তব্য পড়েছে ৭ হাজার ২০০।
এ ফটোকার্ডটি ছাড়াও স্পোর্টস২৪৭ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত বক্তব্যটি নাজমুল হাসান পাপনের দাবিতে ভাইরাল পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এর অধিকাংশই ‘হা হা’। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৮০০ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় ১১ হাজার।
পোস্ট দুইটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি নাজমুল হাসান পাপনের বলেই বিশ্বাস করেছেন।
এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাজমুল হাসান পাপনের নামে প্রচারিত বক্তব্যটি বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে উল্লিখিত নাজমুল হাসান পাপনের বয়ান দাবি করা বক্তব্যটি ধরে কি–ওয়ার্ড অনুসন্ধানে বেশ কিছু ফেসবুক পোস্ট এবং একটি ইউটিউব ভিডিও ছাড়া কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে নাজমুল হাসান পাপনের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
স্বাভাবিকভাবেই নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাপনের বিষয়ে সংবাদ অনুসন্ধানে সর্বশেষ গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পদত্যাগের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান। বিসিবির পক্ষ থেকে এই আইনি নোটিশের প্রতিক্রিয়া সংক্রান্ত কোনো প্রতিবেদনও সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অপরদিকে ইউটিউবের ভিডিওটিতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড দেখা যায়। তবে সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং গণমাধ্যমটি গত ১৩ নভেম্বর তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, ‘আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়।’
সিদ্ধান্ত
‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না’— বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করেননি। একটি সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে বিসিবি সভাপতির নামে এই বানোয়াট বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
ভারতে চলছে বিশ্বকাপের শেষ চারের লড়াই। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেলেও ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে গত রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশি দর্শক–সমর্থকদের থেকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য একটি সংবাদমাধ্যমের লোগো সংবলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না।’
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ভাইরাল একটি পোস্টে দেখা যায়, পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৭০০ বার। আর এতে মন্তব্য পড়েছে ৭ হাজার ২০০।
এ ফটোকার্ডটি ছাড়াও স্পোর্টস২৪৭ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত বক্তব্যটি নাজমুল হাসান পাপনের দাবিতে ভাইরাল পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এর অধিকাংশই ‘হা হা’। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৮০০ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় ১১ হাজার।
পোস্ট দুইটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি নাজমুল হাসান পাপনের বলেই বিশ্বাস করেছেন।
এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাজমুল হাসান পাপনের নামে প্রচারিত বক্তব্যটি বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে উল্লিখিত নাজমুল হাসান পাপনের বয়ান দাবি করা বক্তব্যটি ধরে কি–ওয়ার্ড অনুসন্ধানে বেশ কিছু ফেসবুক পোস্ট এবং একটি ইউটিউব ভিডিও ছাড়া কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে নাজমুল হাসান পাপনের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
স্বাভাবিকভাবেই নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাপনের বিষয়ে সংবাদ অনুসন্ধানে সর্বশেষ গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পদত্যাগের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান। বিসিবির পক্ষ থেকে এই আইনি নোটিশের প্রতিক্রিয়া সংক্রান্ত কোনো প্রতিবেদনও সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অপরদিকে ইউটিউবের ভিডিওটিতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড দেখা যায়। তবে সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং গণমাধ্যমটি গত ১৩ নভেম্বর তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, ‘আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়।’
সিদ্ধান্ত
‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না’— বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করেননি। একটি সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে বিসিবি সভাপতির নামে এই বানোয়াট বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৭ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে