ফ্যাক্টচেক ডেস্ক
চলমান কোটা আন্দোলনের মধ্যে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগকে পুঁজি করে ফায়দা নিতে চায় বিএনপি। এ জন্য আমীর খসরু মাহমুদ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নওমি নামের এক সমন্বয়কের সঙ্গে ফোনে কথা বলছেন। সেই কথোপকথনের একটি কথিত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বাহান্ন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৭ জুলাই) কথিত অডিওটি পোস্ট করা হয়।
কথিত অডিওটিতে এক ব্যক্তিকে আমীর খসরু মাহমুদকে বলতে শোনা যায়, তোমরা কি এগুলোতে জড়িত হচ্ছ নাকি? তোমাদের মানুষজন সব নামাইয়া দাও। কুমিল্লা, ঢাকা সব জায়গায় দাও। মানুষজনকে নামাইয়া দাও ভালো করে।
ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদেরকেও তো চিনে না। বন্ধু-বান্ধব নিয়ে নেমে যাও এদের সঙ্গে। ঢাকায় হলে সারা দেশে এমনিতেই হবে। ... আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আমির খসরু চৌধুরীর কথিত অডিওটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে বর্তমান কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও কথিত অডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেখানেও তাঁকে নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২০১৮ সালের ৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অডিওটি শেয়ার করেছিলেন। অডিওটি ওই দিন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে।
প্রসঙ্গত, এটি আসলেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথন কি না তা নিশ্চিত করতে পারেনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
চলমান কোটা আন্দোলনের মধ্যে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগকে পুঁজি করে ফায়দা নিতে চায় বিএনপি। এ জন্য আমীর খসরু মাহমুদ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নওমি নামের এক সমন্বয়কের সঙ্গে ফোনে কথা বলছেন। সেই কথোপকথনের একটি কথিত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বাহান্ন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৭ জুলাই) কথিত অডিওটি পোস্ট করা হয়।
কথিত অডিওটিতে এক ব্যক্তিকে আমীর খসরু মাহমুদকে বলতে শোনা যায়, তোমরা কি এগুলোতে জড়িত হচ্ছ নাকি? তোমাদের মানুষজন সব নামাইয়া দাও। কুমিল্লা, ঢাকা সব জায়গায় দাও। মানুষজনকে নামাইয়া দাও ভালো করে।
ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদেরকেও তো চিনে না। বন্ধু-বান্ধব নিয়ে নেমে যাও এদের সঙ্গে। ঢাকায় হলে সারা দেশে এমনিতেই হবে। ... আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আমির খসরু চৌধুরীর কথিত অডিওটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে বর্তমান কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও কথিত অডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেখানেও তাঁকে নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২০১৮ সালের ৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অডিওটি শেয়ার করেছিলেন। অডিওটি ওই দিন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে।
প্রসঙ্গত, এটি আসলেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথন কি না তা নিশ্চিত করতে পারেনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
২০ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে