ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকে সেখানেই আছেন তিনি। দেশ ছাড়ার পর গত ১৩ আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনার একটি বক্তব্য ফেসবুকে প্রকাশ করেন তাঁর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। বক্তব্যে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ফোনালাপের কিছু অংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসবের বাইরে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার কোনো উপস্থিতি দেখা যায়নি। তবে সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা সরাসরি ভাষণ দিয়েছেন দাবিতে প্রায় ২৩ মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা বাংলায় বক্তব্য দিচ্ছেন। একই মঞ্চে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত সোমবার (২ সেপ্টেম্বর) ‘জয় বাংলা পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে সাড়ে ৩০০–এর বেশি, রিঅ্যাকশন পড়েছে ১ হাজার ৮০০।
ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে শেখ হাসিনার বক্তব্যের সূত্রে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে (বিটিভি) অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ২১ আগস্ট ভিডিওটি ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠান’ শিরোনামে পোস্ট করা হয়। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিওটির ৩২ মিনিটে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে তাঁর কথার মিল রয়েছে। বক্তব্যে শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার স্মৃতিচারণা করছিলেন।
শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে নরেন্দ্র মোদির উপস্থিতি সংবলিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ভারতের প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। গত ২৫ আগস্ট চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, গত ২৫ আগস্ট মহারাষ্ট্র রাজ্যের জলগাঁওয়ে ‘লাখপতি দিদি’ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। ‘লাখপতি দিদি’ ভারতের নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে বিজেপি সরকারের একটি উদ্যোগ।
অর্থাৎ, শেখ হাসিনার ২০২৩ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও সম্পাদনা করে নরেন্দ্র মোদির চলতি বছরের একটি অনুষ্ঠানের ভিডিও জুড়ে দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকে সেখানেই আছেন তিনি। দেশ ছাড়ার পর গত ১৩ আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনার একটি বক্তব্য ফেসবুকে প্রকাশ করেন তাঁর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। বক্তব্যে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ফোনালাপের কিছু অংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসবের বাইরে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার কোনো উপস্থিতি দেখা যায়নি। তবে সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা সরাসরি ভাষণ দিয়েছেন দাবিতে প্রায় ২৩ মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা বাংলায় বক্তব্য দিচ্ছেন। একই মঞ্চে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত সোমবার (২ সেপ্টেম্বর) ‘জয় বাংলা পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে সাড়ে ৩০০–এর বেশি, রিঅ্যাকশন পড়েছে ১ হাজার ৮০০।
ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে শেখ হাসিনার বক্তব্যের সূত্রে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে (বিটিভি) অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ২১ আগস্ট ভিডিওটি ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠান’ শিরোনামে পোস্ট করা হয়। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিওটির ৩২ মিনিটে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে তাঁর কথার মিল রয়েছে। বক্তব্যে শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার স্মৃতিচারণা করছিলেন।
শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে নরেন্দ্র মোদির উপস্থিতি সংবলিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ভারতের প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। গত ২৫ আগস্ট চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, গত ২৫ আগস্ট মহারাষ্ট্র রাজ্যের জলগাঁওয়ে ‘লাখপতি দিদি’ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। ‘লাখপতি দিদি’ ভারতের নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে বিজেপি সরকারের একটি উদ্যোগ।
অর্থাৎ, শেখ হাসিনার ২০২৩ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও সম্পাদনা করে নরেন্দ্র মোদির চলতি বছরের একটি অনুষ্ঠানের ভিডিও জুড়ে দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৮ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে