ফ্যাক্টচেক ডেস্ক
আয়মান সাদিক-মুনজেরিন শহিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় জুটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সম্প্রতি তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, আয়মানের কোলে একটি শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন শহিদ।
তাঁদের এই ছবি শেয়ার করে ‘Champa Khan’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বুধবার (১৭ এপ্রিল) এমন একটি ছবি ‘বিদ্যাসাগর কি দুনিয়ায় এসে গেছে তাহলে’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ২টা পর্যন্ত ৫২ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট হয়েছে দুই হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের আয়মান সাদিকের কোলে থাকা শিশুটি আয়মান-মুনজেরিন দম্পতির দাবিতে কমেন্ট করতে দেখা গেছে।
ভাইরাল ছবিটি সম্পর্কে অনুসন্ধানে আয়মান সাদিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে ১২ এপ্রিল একটি ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে আয়মান সাদিক লিখেছেন, ‘পুরানো বন্ধুদের সঙ্গে ঈদ।’
ওই ছবিতে আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের পরিহিত পোশাকের সঙ্গে ভাইরাল ছবিটির পোশাকের মিল পাওয়া যায়। ছবিতে তাঁদের কোলে কোনো শিশু ছিল না। ভাইরাল ছবিতে থাকা শিশুটিকে এখানে ভিন্ন আরেক নারীর কোলে দেখা যায়। ওই নারী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমা তুজ জোহরা।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ১ এপ্রিল সৌমিক-ফাতেমা দম্পতির একটি কন্যাসন্তান হয়।
পরে আয়মান সাদিকের কোলে থাকা শিশুটির পরিচয় সম্পর্কে জানতে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, কোলে থাকা শিশুটি তাঁর বন্ধু সৌমিকের মেয়ে। ছবিটি ঈদের পরদিন তোলা হয়েছিল।
অর্থাৎ এটি স্পষ্ট, আয়মান সাদিক-মুনজেরিন শহিদ দম্পতির কোলে থাকা শিশুটি তাঁদের নয়। এটি আয়মান সাদিকের বন্ধু ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের মেয়ে।
আয়মান সাদিক-মুনজেরিন শহিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় জুটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সম্প্রতি তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, আয়মানের কোলে একটি শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন শহিদ।
তাঁদের এই ছবি শেয়ার করে ‘Champa Khan’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বুধবার (১৭ এপ্রিল) এমন একটি ছবি ‘বিদ্যাসাগর কি দুনিয়ায় এসে গেছে তাহলে’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ২টা পর্যন্ত ৫২ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট হয়েছে দুই হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের আয়মান সাদিকের কোলে থাকা শিশুটি আয়মান-মুনজেরিন দম্পতির দাবিতে কমেন্ট করতে দেখা গেছে।
ভাইরাল ছবিটি সম্পর্কে অনুসন্ধানে আয়মান সাদিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে ১২ এপ্রিল একটি ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে আয়মান সাদিক লিখেছেন, ‘পুরানো বন্ধুদের সঙ্গে ঈদ।’
ওই ছবিতে আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের পরিহিত পোশাকের সঙ্গে ভাইরাল ছবিটির পোশাকের মিল পাওয়া যায়। ছবিতে তাঁদের কোলে কোনো শিশু ছিল না। ভাইরাল ছবিতে থাকা শিশুটিকে এখানে ভিন্ন আরেক নারীর কোলে দেখা যায়। ওই নারী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমা তুজ জোহরা।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ১ এপ্রিল সৌমিক-ফাতেমা দম্পতির একটি কন্যাসন্তান হয়।
পরে আয়মান সাদিকের কোলে থাকা শিশুটির পরিচয় সম্পর্কে জানতে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, কোলে থাকা শিশুটি তাঁর বন্ধু সৌমিকের মেয়ে। ছবিটি ঈদের পরদিন তোলা হয়েছিল।
অর্থাৎ এটি স্পষ্ট, আয়মান সাদিক-মুনজেরিন শহিদ দম্পতির কোলে থাকা শিশুটি তাঁদের নয়। এটি আয়মান সাদিকের বন্ধু ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের মেয়ে।
এক ব্যক্তি ঘরের মধ্যে এক নারীকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে—এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি পাকা ঘরের মধ্যে নারীকে ঝাড়ু দিয়ে সজোরে আঘাত করছেন এক লোক। আর ওই নারী ব্যথার চোটে মেঝেতে বসে পড়েছেন।
২০ ঘণ্টা আগেচীন-ভারত সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে পাহাড়ি এলাকায় সেনাসদস্যদের পোশাক পরিহিত দুই পক্ষকে সংঘর্ষে জড়াতে দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষেরই...
২ দিন আগেজম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৪ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
৫ দিন আগে