ফ্যাক্টচেক ডেস্ক
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বৃদ্ধার সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ওই নারী বলেন, ‘৪ মিনিটে আমি ৫০টা ভোট দিছি।’ ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, ‘এই মাত্র পাওয়া খবর, ভোটকেন্দ্রে নৌকার জাল ভোট শুরু হয়ে গিয়েছে।’ ভিডিওটি প্রয়াত মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও স্ক্রিনশট আকারে প্রচার করতে দেখা গেছে।
তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
ফেসবুকে ভাইরাল এমন একটি ভিডিওর অ্যাস্টনে ‘ঢাকা-১৭ উপনির্বাচন’ লেখা দেখা যায়। এ লেখার সূত্রে অনুসন্ধানে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুলাই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে ওই নারীকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতে দেখা যায়, ‘চার মিনিটে আমি ৫০টা দিছি। আমার নাম হইছে ফাতেমা। আমারে কইছে ভিতরে গিয়া আকলিমা কইতে। এটা আমার মনে থাকব?’
অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নারীরই ৪ মিনিটে ৫০টি ভোট দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো ও ভিন্ন নির্বাচনের।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ এবং ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বৃদ্ধার সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ওই নারী বলেন, ‘৪ মিনিটে আমি ৫০টা ভোট দিছি।’ ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, ‘এই মাত্র পাওয়া খবর, ভোটকেন্দ্রে নৌকার জাল ভোট শুরু হয়ে গিয়েছে।’ ভিডিওটি প্রয়াত মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও স্ক্রিনশট আকারে প্রচার করতে দেখা গেছে।
তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
ফেসবুকে ভাইরাল এমন একটি ভিডিওর অ্যাস্টনে ‘ঢাকা-১৭ উপনির্বাচন’ লেখা দেখা যায়। এ লেখার সূত্রে অনুসন্ধানে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুলাই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে ওই নারীকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতে দেখা যায়, ‘চার মিনিটে আমি ৫০টা দিছি। আমার নাম হইছে ফাতেমা। আমারে কইছে ভিতরে গিয়া আকলিমা কইতে। এটা আমার মনে থাকব?’
অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নারীরই ৪ মিনিটে ৫০টি ভোট দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো ও ভিন্ন নির্বাচনের।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ এবং ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন
ভিডিওতে আধাপাকা ঘরের ভেতরে একজন বয়স্ক ব্যক্তির গলায় জুতার মালা ঝুলতে দেখা যায়। সেই ব্যক্তির পরনে জুব্বা ও মাথায় টুপি। মুখে পাকা দাড়ি। পাশেই আরেকজন সাদা পাঞ্জাবি-লুঙ্গি পরা মাঝ বয়সী ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটির শেষ দিকে গ্রাম পুলিশের শার্ট সদৃশ জামা ও লুঙ্গি পরে এক ব্যক্তিকে জুতার...
৬ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে সেনাবাহিনীর একজন মেজরের যৌন নিপীড়নের শিকার হয়েছেন—এই দাবিতে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডনের নামে পেপার কাটিংয়ের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ এবং এক্স অ্যাকাউটেও পোস্ট করা হয়েছে
১ দিন আগেঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকণ্ঠের ফেসবুক পেজে গতকাল শুক্রবার (২ মে) রাত ৯টায় প্রকাশিত ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পার্বত্য চট্টগ্রামে এরা কারা; কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।’
১ দিন আগেএক ব্যক্তি ঘরের মধ্যে এক নারীকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে—এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি পাকা ঘরের মধ্যে নারীকে ঝাড়ু দিয়ে সজোরে আঘাত করছেন এক লোক। আর ওই নারী ব্যথার চোটে মেঝেতে বসে পড়েছেন।
২ দিন আগে