Ajker Patrika

এক নারীর ৪ মিনিটে ৫০ ভোট দেওয়ার ভিডিওটি অন্য নির্বাচনের

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ৪৭
এক নারীর ৪ মিনিটে ৫০ ভোট দেওয়ার ভিডিওটি অন্য নির্বাচনের

দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বৃদ্ধার সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ওই নারী বলেন, ‘৪ মিনিটে আমি ৫০টা ভোট দিছি।’ ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, ‘এই মাত্র পাওয়া খবর, ভোটকেন্দ্রে নৌকার জাল ভোট শুরু হয়ে গিয়েছে।’ ভিডিওটি প্রয়াত মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও স্ক্রিনশট আকারে প্রচার করতে দেখা গেছে। 

তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়। 

ফেসবুকে ভাইরাল এমন একটি ভিডিওর অ্যাস্টনে ‘ঢাকা-১৭ উপনির্বাচন’ লেখা দেখা যায়। এ লেখার সূত্রে অনুসন্ধানে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুলাই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে ওই নারীকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতে দেখা যায়, ‘চার মিনিটে আমি ৫০টা দিছি। আমার নাম হইছে ফাতেমা। আমারে কইছে ভিতরে গিয়া আকলিমা কইতে। এটা আমার মনে থাকব?’ 

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে ৪ মিনিটে ৫০ ভোট দেওয়া নারীঅর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নারীরই ৪ মিনিটে ৫০টি ভোট দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো ও ভিন্ন নির্বাচনের। 

প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ এবং ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা। 

এমন কিছু প্রতিবেদন দেখুন 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত