ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের হেরে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, তাঁরা ভারতের পরাজয় উদ্যাপন করছেন।
২১ নভেম্বর টিকটকে নাজিফা তুশি অফিশিয়াল নামে এক আইডি থেকে প্রচারিত এমন এক ভিডিও আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯৭ হাজার বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ১১ হাজার। এটি শেয়ার হয়েছে ৪০০ বারের বেশি।
অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটির শুরুতে অনুষ্ঠানটির টেবিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর লোগো দেখা যায়। পাশাপাশি স্ক্রিনে ‘এ স্পোর্টস’ লেখা একটি লোগো দেখা যায়। এসব সূত্র ধরে ইউটিউবে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘এ স্পোর্টস’ নামের একটি চ্যানেলে ২০২২ সালের ৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ওঠায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা উদ্যাপন করেন। এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান।
উল্লেখ্য, ‘এ স্পোর্টস’ পাকিস্তানের খেলাধুলাবিষয়ক টিভি চ্যানেল। এটি ২০২১ সালের ১৬ অক্টোবর চালু হয়। ২০২১ সালের ৯ অক্টোবর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ওয়াহাব রিয়াজ, মিসবাহ-উল-হক এই চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক প্যানেলে যোগদানের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
সিদ্ধান্ত
২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে। সে সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা একটি টিভি প্রোগ্রামে উদ্যাপন করেন। সেই উদ্যাপনের ভিডিওকে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচার করা হয়েছে।
সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের হেরে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, তাঁরা ভারতের পরাজয় উদ্যাপন করছেন।
২১ নভেম্বর টিকটকে নাজিফা তুশি অফিশিয়াল নামে এক আইডি থেকে প্রচারিত এমন এক ভিডিও আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯৭ হাজার বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ১১ হাজার। এটি শেয়ার হয়েছে ৪০০ বারের বেশি।
অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটির শুরুতে অনুষ্ঠানটির টেবিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর লোগো দেখা যায়। পাশাপাশি স্ক্রিনে ‘এ স্পোর্টস’ লেখা একটি লোগো দেখা যায়। এসব সূত্র ধরে ইউটিউবে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘এ স্পোর্টস’ নামের একটি চ্যানেলে ২০২২ সালের ৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ওঠায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা উদ্যাপন করেন। এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান।
উল্লেখ্য, ‘এ স্পোর্টস’ পাকিস্তানের খেলাধুলাবিষয়ক টিভি চ্যানেল। এটি ২০২১ সালের ১৬ অক্টোবর চালু হয়। ২০২১ সালের ৯ অক্টোবর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ওয়াহাব রিয়াজ, মিসবাহ-উল-হক এই চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক প্যানেলে যোগদানের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
সিদ্ধান্ত
২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে। সে সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা একটি টিভি প্রোগ্রামে উদ্যাপন করেন। সেই উদ্যাপনের ভিডিওকে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচার করা হয়েছে।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
৮ ঘণ্টা আগেগোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫