ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের হেরে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, তাঁরা ভারতের পরাজয় উদ্যাপন করছেন।
২১ নভেম্বর টিকটকে নাজিফা তুশি অফিশিয়াল নামে এক আইডি থেকে প্রচারিত এমন এক ভিডিও আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯৭ হাজার বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ১১ হাজার। এটি শেয়ার হয়েছে ৪০০ বারের বেশি।
অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটির শুরুতে অনুষ্ঠানটির টেবিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর লোগো দেখা যায়। পাশাপাশি স্ক্রিনে ‘এ স্পোর্টস’ লেখা একটি লোগো দেখা যায়। এসব সূত্র ধরে ইউটিউবে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘এ স্পোর্টস’ নামের একটি চ্যানেলে ২০২২ সালের ৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ওঠায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা উদ্যাপন করেন। এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান।
উল্লেখ্য, ‘এ স্পোর্টস’ পাকিস্তানের খেলাধুলাবিষয়ক টিভি চ্যানেল। এটি ২০২১ সালের ১৬ অক্টোবর চালু হয়। ২০২১ সালের ৯ অক্টোবর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ওয়াহাব রিয়াজ, মিসবাহ-উল-হক এই চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক প্যানেলে যোগদানের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
সিদ্ধান্ত
২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে। সে সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা একটি টিভি প্রোগ্রামে উদ্যাপন করেন। সেই উদ্যাপনের ভিডিওকে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচার করা হয়েছে।
সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের হেরে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, তাঁরা ভারতের পরাজয় উদ্যাপন করছেন।
২১ নভেম্বর টিকটকে নাজিফা তুশি অফিশিয়াল নামে এক আইডি থেকে প্রচারিত এমন এক ভিডিও আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯৭ হাজার বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ১১ হাজার। এটি শেয়ার হয়েছে ৪০০ বারের বেশি।
অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উদ্যাপনের ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটির শুরুতে অনুষ্ঠানটির টেবিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর লোগো দেখা যায়। পাশাপাশি স্ক্রিনে ‘এ স্পোর্টস’ লেখা একটি লোগো দেখা যায়। এসব সূত্র ধরে ইউটিউবে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘এ স্পোর্টস’ নামের একটি চ্যানেলে ২০২২ সালের ৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ওঠায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা উদ্যাপন করেন। এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান।
উল্লেখ্য, ‘এ স্পোর্টস’ পাকিস্তানের খেলাধুলাবিষয়ক টিভি চ্যানেল। এটি ২০২১ সালের ১৬ অক্টোবর চালু হয়। ২০২১ সালের ৯ অক্টোবর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ওয়াহাব রিয়াজ, মিসবাহ-উল-হক এই চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক প্যানেলে যোগদানের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
সিদ্ধান্ত
২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে। সে সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা একটি টিভি প্রোগ্রামে উদ্যাপন করেন। সেই উদ্যাপনের ভিডিওকে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের উদ্যাপনের দাবিতে প্রচার করা হয়েছে।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১৯ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে