ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির, মাজারে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফেসবুকে ১৫ মিনিটের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত ‘মাইজভাণ্ডার শরীফে উগ্র মৌলবাদের দল আগুন লাগিয়েছে’।
ভাইরাল ভিডিওটিতে এক বর্ণনাকারীকে বলতে শোনা যায়, ফটিকছড়ির মাইজভাণ্ডারে ভয়াবহ আগুন লেগেছে। তীব্র আগুনে দুই তলা একটি বাড়ি পুড়ে যাচ্ছে। এ সময় ভেতরে একজন আগুনে পুড়ে মারা যান বলে দাবি করা হয় ভিডিওটিতে।
গত শুক্রবার (১৬ আগস্ট) ‘সত্যবাদী ডট কম’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৬ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েকশন পড়েছে ৩৭ হাজারের বেশি।
ভিডিওটি সম্পর্কে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ‘ফটিকছড়ি নিউজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা সম্পর্কে একটি পোস্ট পাওয়া যায়। চলতি বছরের ১৬ মে দেওয়া পোস্টটিতে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ‘ফটিকছড়িতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু’ শিরোনামে দেওয়া পোস্টটি থেকে জানা যায়, ওই দিন বিকেলে ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আলী হোসেন নামে এক যুবক মারা যান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার রানীগাঁও ইউনিয়নের বারহাট্টা গ্রামে। কাজের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে সে গ্রামে থাকতেন। চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সি ভয়েজ ২৪–এ একইদিন প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
মাইজভাণ্ডার শরীফে অগ্নিকাণ্ডের ঘটনাটির সত্যতা জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ যোগাযোগ করে মাইজভাণ্ডার শরীফের দেখভালের সঙ্গে যুক্ত আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার যুব সংগঠন মইনীয়া যুব ফোরামের সঙ্গে। সংগঠনটির মহাসচিব মুহাম্মদ আসলাম হোসাইন ভিডিওটি সম্পর্কে বলেন, ‘দরবার শরীফে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। ভাইরাল ভিডিওটি পুরোনো। এটি মাইজভাণ্ডার দরবার শরীফের পাশের গ্রামের ঘটনা। বর্তমানে দরবার শরীফে শায়খুল ইসলাম শাহ সুফী মাওলানা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারির (ক.) ওফাত (মৃত্যু দিবস) উপলক্ষে ওরশ চলছে। এটি গত শনিবার শুরু হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত চলবে।’
মইনীয়া যুব ফোরামের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই ওরশের একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে।
এসব থেকে নিশ্চিত হওয়া যায়, ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। বরং মাইজভাণ্ডার নামে একটি গ্রামে অগ্নিকাণ্ডে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাটি চার মাস আগের।
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির, মাজারে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফেসবুকে ১৫ মিনিটের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত ‘মাইজভাণ্ডার শরীফে উগ্র মৌলবাদের দল আগুন লাগিয়েছে’।
ভাইরাল ভিডিওটিতে এক বর্ণনাকারীকে বলতে শোনা যায়, ফটিকছড়ির মাইজভাণ্ডারে ভয়াবহ আগুন লেগেছে। তীব্র আগুনে দুই তলা একটি বাড়ি পুড়ে যাচ্ছে। এ সময় ভেতরে একজন আগুনে পুড়ে মারা যান বলে দাবি করা হয় ভিডিওটিতে।
গত শুক্রবার (১৬ আগস্ট) ‘সত্যবাদী ডট কম’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৬ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েকশন পড়েছে ৩৭ হাজারের বেশি।
ভিডিওটি সম্পর্কে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ‘ফটিকছড়ি নিউজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা সম্পর্কে একটি পোস্ট পাওয়া যায়। চলতি বছরের ১৬ মে দেওয়া পোস্টটিতে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ‘ফটিকছড়িতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু’ শিরোনামে দেওয়া পোস্টটি থেকে জানা যায়, ওই দিন বিকেলে ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আলী হোসেন নামে এক যুবক মারা যান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার রানীগাঁও ইউনিয়নের বারহাট্টা গ্রামে। কাজের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে সে গ্রামে থাকতেন। চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সি ভয়েজ ২৪–এ একইদিন প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
মাইজভাণ্ডার শরীফে অগ্নিকাণ্ডের ঘটনাটির সত্যতা জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ যোগাযোগ করে মাইজভাণ্ডার শরীফের দেখভালের সঙ্গে যুক্ত আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার যুব সংগঠন মইনীয়া যুব ফোরামের সঙ্গে। সংগঠনটির মহাসচিব মুহাম্মদ আসলাম হোসাইন ভিডিওটি সম্পর্কে বলেন, ‘দরবার শরীফে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। ভাইরাল ভিডিওটি পুরোনো। এটি মাইজভাণ্ডার দরবার শরীফের পাশের গ্রামের ঘটনা। বর্তমানে দরবার শরীফে শায়খুল ইসলাম শাহ সুফী মাওলানা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারির (ক.) ওফাত (মৃত্যু দিবস) উপলক্ষে ওরশ চলছে। এটি গত শনিবার শুরু হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত চলবে।’
মইনীয়া যুব ফোরামের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই ওরশের একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে।
এসব থেকে নিশ্চিত হওয়া যায়, ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। বরং মাইজভাণ্ডার নামে একটি গ্রামে অগ্নিকাণ্ডে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাটি চার মাস আগের।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
৮ ঘণ্টা আগেগোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫