ফ্যাক্টচেক ডেস্ক
‘সৌদি আরবে সনাতন ধর্মের জয়জয়কার’, এমন দাবিতে ফেসবুকে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এক ব্যক্তি মঞ্চে গান পরিবেশন করছেন। তাঁর সামনে উপবিষ্ট দর্শকেরা হাত নেড়ে শরীর দুলিয়ে সেই পরিবেশনা উপভোগ করছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘হরে কৃষ্ণ’ কীর্তন শোনা যাচ্ছে।
ভিডিওটি গত সোমবার (২৫ অক্টোবর) ‘পঞ্চমী রয়’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। এটি আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ২৪ হাজার শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৫০ হাজারের বেশি এবং দেখা হয়েছে ১৪ লাখ বার।
ভাইরাল ভিডিওটি সম্পর্কে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘দ্য অডিওল্যাব ইভেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলেভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। গত ৩১ মে চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ৫ মিনিট ৪১ সেকেন্ডের পুরো ভিডিওটিতে গায়ককে ‘হরে কৃষ্ণ’ কীর্তনটি গাইতে শোনা যায়নি। বরং ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘কুয়েত এরেনা ২০২৪–এ আব্দুল মজিদ আব্দুল্লাহর চমৎকার “হালা বিশ” পারফরম্যান্স।’
এই সূত্রে অনুসন্ধানে জানা যায়, আব্দুল মাজিদ আব্দুল্লাহ একজন সৌদি গায়ক। তিনি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংগীতশিল্পী। তাঁর নামের ইউটিউব চ্যানেল ‘আব্দুল মাজিদ আব্দুল্লাহ’–এও ভিডিওটি পাওয়া যায়। গত ২৭ মে ভিডিওটিচ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, ভিডিওটিতে আব্দুল মাজিদ আব্দুল্লাহ ‘হালা বিশ’ শিরোনামের একটি গান পরিবেশন করছিলেন। কুয়েতে চলতি বছরে অনুষ্ঠিত একটি কনসার্টে গানটি পরিবেশন করেন আব্দুল মাজিদ আব্দুল্লাহ।
ইংরেজিতে ‘হালা বিশ’ লিখে গুগলে সার্চ করলে আব্দুল মাজিদ আব্দুল্লাহর একই নামের একটি অ্যালবামের তথ্য পাওয়া যায়। স্পটিফাইয়েও অ্যালবামটি পাওয়া যায়। এটি মুক্তি পায় ২০০৯ সালে। গানটির কথায় কোথাও ‘হরে কৃষ্ণ’ শব্দ নেই।
সুতরাং, সৌদি আরবে কনসার্টে সনাতন ধর্মাবলম্বীদের ‘হরে কৃষ্ণ’ কীর্তন গাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এডিট করা। মূল ভিডিওটি কুয়েতে গত মে মাসে অনুষ্ঠিত একটি কনসার্টের।
‘সৌদি আরবে সনাতন ধর্মের জয়জয়কার’, এমন দাবিতে ফেসবুকে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এক ব্যক্তি মঞ্চে গান পরিবেশন করছেন। তাঁর সামনে উপবিষ্ট দর্শকেরা হাত নেড়ে শরীর দুলিয়ে সেই পরিবেশনা উপভোগ করছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘হরে কৃষ্ণ’ কীর্তন শোনা যাচ্ছে।
ভিডিওটি গত সোমবার (২৫ অক্টোবর) ‘পঞ্চমী রয়’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। এটি আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ২৪ হাজার শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৫০ হাজারের বেশি এবং দেখা হয়েছে ১৪ লাখ বার।
ভাইরাল ভিডিওটি সম্পর্কে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘দ্য অডিওল্যাব ইভেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলেভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। গত ৩১ মে চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ৫ মিনিট ৪১ সেকেন্ডের পুরো ভিডিওটিতে গায়ককে ‘হরে কৃষ্ণ’ কীর্তনটি গাইতে শোনা যায়নি। বরং ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘কুয়েত এরেনা ২০২৪–এ আব্দুল মজিদ আব্দুল্লাহর চমৎকার “হালা বিশ” পারফরম্যান্স।’
এই সূত্রে অনুসন্ধানে জানা যায়, আব্দুল মাজিদ আব্দুল্লাহ একজন সৌদি গায়ক। তিনি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংগীতশিল্পী। তাঁর নামের ইউটিউব চ্যানেল ‘আব্দুল মাজিদ আব্দুল্লাহ’–এও ভিডিওটি পাওয়া যায়। গত ২৭ মে ভিডিওটিচ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, ভিডিওটিতে আব্দুল মাজিদ আব্দুল্লাহ ‘হালা বিশ’ শিরোনামের একটি গান পরিবেশন করছিলেন। কুয়েতে চলতি বছরে অনুষ্ঠিত একটি কনসার্টে গানটি পরিবেশন করেন আব্দুল মাজিদ আব্দুল্লাহ।
ইংরেজিতে ‘হালা বিশ’ লিখে গুগলে সার্চ করলে আব্দুল মাজিদ আব্দুল্লাহর একই নামের একটি অ্যালবামের তথ্য পাওয়া যায়। স্পটিফাইয়েও অ্যালবামটি পাওয়া যায়। এটি মুক্তি পায় ২০০৯ সালে। গানটির কথায় কোথাও ‘হরে কৃষ্ণ’ শব্দ নেই।
সুতরাং, সৌদি আরবে কনসার্টে সনাতন ধর্মাবলম্বীদের ‘হরে কৃষ্ণ’ কীর্তন গাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এডিট করা। মূল ভিডিওটি কুয়েতে গত মে মাসে অনুষ্ঠিত একটি কনসার্টের।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১২ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১৮ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে