Ajker Patrika

ফ্যাক্টচেক /ট্রাম্পকে ‘মেসিয়াহ’ অভিহিত করে অভিনন্দন জানাননি ড. ইউনূস, ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক  
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫: ৫০
ট্রাম্পকে ‘মেসিয়াহ’ অভিহিত করে অভিনন্দন জানাননি ড. ইউনূস, ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন জরিপে কমলা হ্যারিসকে এগিয়ে থাকতে দেখা গেলেও ভোটের ময়দানে বাজিমাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ইতিমধ্যে ট্রাম্পের ঝুলিতে গেছে ২৬৭টি, কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ টি। আর মাত্র তিনটি ইলেক্টোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দাবিতে একটি সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে অভিনন্দন জানাননি প্রধান উপদেষ্টা, ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া। ছবি: ফেসবুক
ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে অভিনন্দন জানাননি প্রধান উপদেষ্টা, ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া। ছবি: ফেসবুক

ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরযুক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইংরেজিতে লেখা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিশিয়াল প্যাডে লেখা সংবাদ বিজ্ঞপ্তিটিতে ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে লেখা, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প সেই নেতা, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তিনি বিশ্বমানবতার জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবেন এবং আমাদের এমন জায়গায় নিয়ে যাবেন, যেখানে আমরা আগে কখনো যাইনি। সত্যি কথা বলতে, আমি ২০১৬ সাল থেকেই গোপনে তাঁর ভক্ত। আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের মধ্যে যে উষ্ণ সম্পর্ক রয়েছে, সে জন্য অভিনন্দন।’

সংবাদ বিজ্ঞপ্তিটিতে প্রকাশের সময় দেওয়া আজ বুধবার (৬ নভেম্বর)।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজসহ সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো খুঁজে এমন কোনো সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।

পরে সংবাদ বিজ্ঞপ্তিটির সত্যতা সম্পর্কে জানতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। প্রেস উইং থেকে ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে অভিনন্দন জানানোর দাবিতে ছড়ানো সংবাদ বিজ্ঞপ্তিটি আসল নয় বলে নিশ্চিত করা হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি। এর মধ্যেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাম্প। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে প্রস্তুত করা মঞ্চে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নিজেকে বিজয়ী ঘোষণা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত