Ajker Patrika

ফ্যাক্টচেক /বিদেশি র‍্যাপারকে বাংলাদেশি ভেবে মেতেছে নেটিজেনরা

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯: ২৮
ইতালি নারীর সঙ্গে বাংলাদেশি পুরুষ র‍্যাপার গান গাওয়ার দাবিতে প্রচারিত ভিডিও
ইতালি নারীর সঙ্গে বাংলাদেশি পুরুষ র‍্যাপার গান গাওয়ার দাবিতে প্রচারিত ভিডিও

ইতালীয় এক তরুণীর সঙ্গে বাংলাদেশি এক তরুণ র‍্যাপ গান গাচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে একজন তরুণী ভিন্ন ভাষায় গান করছেন। এরপর একজন তরুণ সেই তরুণীর সঙ্গে তাল মিলিয়ে একই ভাষায় গলা মেলাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পুরো ইতলি গরম করে দিছে। আমাদের বাংলাদেশের পুলা।’

মাসুম খান (Masum Khan) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৩২ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে এবং ৩৭ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটির কমেন্টে কেউ কেউ ছেলেটিকে বিদেশি ধরে নিয়ে কমেন্ট করেছেন। আবার কেউ কেউ তরুণীটিকে ইতালীয় এবং তরুণটিকে বাংলাদেশি বলে দাবি করছেন।

মন্তব্যের ঘরে তাসভির আহমেদ আবীর (Tasvir Ahmed Abir)লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে এবং বাংলাদেশের নাম কি আরো উজ্জ্বল করছে, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান তার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম।’ হাসান রাকিবুল (Hasan Rakibol) নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বাংলাদেশের সম্মান রাখছে।’ অবশ্য কেউ কেউ সন্দেহও প্রকাশ করেছেন।

দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, গত ২৪ নভেম্বর ফরি মিউসিক (Fory Musik) নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়।

ফরি মিউসিকের র‍্যাপ গানের ভিডিও।
ফরি মিউসিকের র‍্যাপ গানের ভিডিও।

পর্যবেক্ষণে দেখা যায়, এটি খালি গলায় গাওয়া একটি র‍্যাপ গানের দৃশ্য। ভিডিওটির ক্যাপশনে নাকারংক (NAKARYNK) নামক অ্যাকাউন্টকে ট্যাগ এবং ভেনেজুয়েলা হ্যাশট্যাগ দেওয়া হয়েছে।

নাকারংক (NAKARYNK) নামের টিকটক অ্যাকাউন্টটিতে ওই তরুণীর বেশ কয়েকটি ভিডিও পাওয়া যায়। বেশিরভাগ ভিডিওর ক্যাপশনে ভেনেজুয়েলা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

ফরি মিউসিক (Fory Musik) নামের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একাধিক ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, একই ব্যক্তির গাওয়া ও পারফরম করা বেশ কিছু র‍্যাপ গান পোস্ট করা হয়েছে। বেশিরভাগ ভিডিওর হ্যাশট্যাগে ভেনেজুয়েলা এবং এর রাজধানী কারাকাসের নাম। সব ভিডিওর কথা ও ক্যাপশন স্প্যানিশ ভাষায়। স্প্যানিশ ভেনেজুয়েলার দাপ্তরিক ভাষা

এছাড়া, অ্যাকাউন্টটিতে ইতালি বিষয়ক কোনো তথ্য বা ভিডিও পাওয়া যায়নি।

পরবর্তীতে ইতালীয় নারীর সঙ্গে বাংলাদেশি পুরুষের র‍্যাপ গান গাওয়ার দাবিতে ভিডিওর অডিও নিয়ে অনুসন্ধান করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে চরেতোসোস (Choretosos) নামের ইউটিউব চ্যানেলে এই গানের একটি মিউজিক ভিডিও খুঁজে পাওয়া যায়। গানটি ২০২৩ সালের ১২ মে পোস্ট করা হয়।

মিউজিক ভিডিওর ডেসস্ক্রিপশনে কম্পোজার হিসেবে— চরেতোসোস (Choretosos) এবং ফরি মিউসিক (Fory Musik)–এর নাম রয়েছে। এ ছাড়া লোকেশন উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলা।

সুতরাং, এ থেকে নিশ্চিত ভাইরাল র‍্যাপ পারফরম্যান্সে থাকা তরুণী ইতালীয় নন এবং তরুণটিও বাংলাদেশি নন। সংশ্লিষ্ট ভিডিও কনটেন্টগুলো থেকে ধারণা করা যায়, তাঁরা দুজনই ভেনেজুয়েলার অধিবাসী।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত