ফ্যাক্টচেক ডেস্ক
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভাষণের অংশবিশেষ ফেসবুকে ভাইরাল হয়েছে। শিরোনামে লেখা হচ্ছে, ‘ক্ষমতায় থেকে মানুষ হত্যার কথা মুখ ফসকে বলে দিলেন সজীব ওয়াজেদ জয়’। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ভিডিও অন্তত ৫০০টি আইডি থেকে শেয়ার করা হয়েছে। দেখেছেন ও রিঅ্যাক্ট করেছেন লাখ লাখ মানুষ। মন্তব্য পড়ে বোঝা যায়, অনেকেই ভিডিওটিতে প্রচারিত বক্তব্য বিশ্বাস করছেন।
ফ্যাক্টচেক
১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে—সজীব ওয়াজেদ জয় তাঁর বক্তব্যে বলছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ হত্যা করে, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে বাংলাদেশ এগিয়ে যায়।’ ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা–কর্মীকে মঞ্চে বসে জয়ের বক্তব্য শুনতে দেখা যাচ্ছে।
আমরা রিভার্স সার্চ পদ্ধতিতে ভিডিওটির উৎস খুঁজে বের করি। টিবিএন২৪ নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাই, যা ২০১৪ সালের ১২ অক্টোবর আপলোড করা হয়। ভিডিওটি ৫ লাখ ৭০ হাজার ৫৩৫ বার দেখা হয়েছে। এই ভিডিওর ৫ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ৫ মিনিট ৫২ সেকেন্ড সময়কালে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যায়, সম্প্রতি ভাইরাল হওয়া খণ্ডিত ভিডিওটি এখান থেকেই নেওয়া। তবে এটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়, ‘বিএনপি সন্ত্রাসী ও জঙ্গিদের দল; নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা সভায় শেখ হাসিনা’। ওই প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ওই সভা থেকেই নেওয়া।
তবে ভিডিওর এই বিকৃতি সাম্প্রতিক নয়। ২০১৮ সালের ৩০ এপ্রিল ‘মেজর ডালিম’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছিল, যা ৬ লাখ মানুষ দেখেছিলেন এবং ২৬ হাজার মানুষ শেয়ার করেছিলেন।
সিদ্ধান্ত
সজীব ওয়াজেদ জয় ২০১৪ সালে নিউইয়র্কে শেখ হাসিনাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় বলেছিলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভাইরাল হওয়া ভিডিওটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভাষণের অংশবিশেষ ফেসবুকে ভাইরাল হয়েছে। শিরোনামে লেখা হচ্ছে, ‘ক্ষমতায় থেকে মানুষ হত্যার কথা মুখ ফসকে বলে দিলেন সজীব ওয়াজেদ জয়’। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ভিডিও অন্তত ৫০০টি আইডি থেকে শেয়ার করা হয়েছে। দেখেছেন ও রিঅ্যাক্ট করেছেন লাখ লাখ মানুষ। মন্তব্য পড়ে বোঝা যায়, অনেকেই ভিডিওটিতে প্রচারিত বক্তব্য বিশ্বাস করছেন।
ফ্যাক্টচেক
১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে—সজীব ওয়াজেদ জয় তাঁর বক্তব্যে বলছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ হত্যা করে, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে বাংলাদেশ এগিয়ে যায়।’ ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা–কর্মীকে মঞ্চে বসে জয়ের বক্তব্য শুনতে দেখা যাচ্ছে।
আমরা রিভার্স সার্চ পদ্ধতিতে ভিডিওটির উৎস খুঁজে বের করি। টিবিএন২৪ নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাই, যা ২০১৪ সালের ১২ অক্টোবর আপলোড করা হয়। ভিডিওটি ৫ লাখ ৭০ হাজার ৫৩৫ বার দেখা হয়েছে। এই ভিডিওর ৫ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ৫ মিনিট ৫২ সেকেন্ড সময়কালে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যায়, সম্প্রতি ভাইরাল হওয়া খণ্ডিত ভিডিওটি এখান থেকেই নেওয়া। তবে এটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়, ‘বিএনপি সন্ত্রাসী ও জঙ্গিদের দল; নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা সভায় শেখ হাসিনা’। ওই প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ওই সভা থেকেই নেওয়া।
তবে ভিডিওর এই বিকৃতি সাম্প্রতিক নয়। ২০১৮ সালের ৩০ এপ্রিল ‘মেজর ডালিম’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছিল, যা ৬ লাখ মানুষ দেখেছিলেন এবং ২৬ হাজার মানুষ শেয়ার করেছিলেন।
সিদ্ধান্ত
সজীব ওয়াজেদ জয় ২০১৪ সালে নিউইয়র্কে শেখ হাসিনাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় বলেছিলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামায়াত সুযোগ পেলে মানুষ হত্যা করে।’ ভাইরাল হওয়া ভিডিওটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৮ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে