ফ্যাক্টচেক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত ১২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যান। পরদিন ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসে নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি উড়োজাহাজের সামনে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদিকে আলিঙ্গন ও করমর্দন করতে দেখা যায়। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও সেখানে উপস্থিত।
‘১৯৭১ সালের বাংলাদেশ’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল রোববার (২ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির কেমন বন্ধু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন, ভারত সফরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। সবাই দ্রুত গতিতে শেয়ার করে নিবেন।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার বেলা ১টা পর্যন্ত ভিডিওটি ৬১ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ১ হাজার। পোস্টটিতে ৫২টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯৯৫। এসব কমেন্টে ভিডিওটি পুরোনো বলে অনেকে কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন।
মোহাম্মদ মোজাম্মেল হক সরকার নামে অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘শুভেচ্ছা ও অভিনন্দন।’ (বানান অপরিবর্তিত)
Raz MujibFighter লিখেছে, ‘স্বাগতম, প্রিয় প্রেসিডেন্ট।’ (বাংলায় অনূদিত)
সাইফুল ইসলাম শেখ সুমন, মহিন উদ্দীন চৌধুরী ও মোহাম্মদ মোজাম্মেল হক সরকার নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির ওপরে ডানে ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা’র লোগো দেখা যায়। একপর্যায়ে স্থানের নাম লেখা দেখা যায় ‘আমেদাবাদ’। এসব তথ্যসূত্রে গুগলে সার্চ করে জি ২৪ ঘণ্টা’র ফেসবুক পেজে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত।
প্রতিবেদন থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ভারত সফর করেন। সেই সফরে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও সঙ্গে ছিলেন। আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–এ ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্যে দৃশ্যটি পাওয়া যায়।
দ্য গার্ডিয়ান, সিএনএন, সংবাদ সংস্থা রয়টার্সসহ একাধিক সংবাদ মাধ্যমে একই তথ্য পাওয়া যায়।
এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করেছেন— এ বিষয়ে গুগলে সার্চ করে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের ভিডিও ভুল তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত ১২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যান। পরদিন ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসে নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি উড়োজাহাজের সামনে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদিকে আলিঙ্গন ও করমর্দন করতে দেখা যায়। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও সেখানে উপস্থিত।
‘১৯৭১ সালের বাংলাদেশ’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল রোববার (২ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির কেমন বন্ধু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন, ভারত সফরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। সবাই দ্রুত গতিতে শেয়ার করে নিবেন।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার বেলা ১টা পর্যন্ত ভিডিওটি ৬১ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ১ হাজার। পোস্টটিতে ৫২টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯৯৫। এসব কমেন্টে ভিডিওটি পুরোনো বলে অনেকে কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন।
মোহাম্মদ মোজাম্মেল হক সরকার নামে অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘শুভেচ্ছা ও অভিনন্দন।’ (বানান অপরিবর্তিত)
Raz MujibFighter লিখেছে, ‘স্বাগতম, প্রিয় প্রেসিডেন্ট।’ (বাংলায় অনূদিত)
সাইফুল ইসলাম শেখ সুমন, মহিন উদ্দীন চৌধুরী ও মোহাম্মদ মোজাম্মেল হক সরকার নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির ওপরে ডানে ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা’র লোগো দেখা যায়। একপর্যায়ে স্থানের নাম লেখা দেখা যায় ‘আমেদাবাদ’। এসব তথ্যসূত্রে গুগলে সার্চ করে জি ২৪ ঘণ্টা’র ফেসবুক পেজে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত।
প্রতিবেদন থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ভারত সফর করেন। সেই সফরে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও সঙ্গে ছিলেন। আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–এ ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্যে দৃশ্যটি পাওয়া যায়।
দ্য গার্ডিয়ান, সিএনএন, সংবাদ সংস্থা রয়টার্সসহ একাধিক সংবাদ মাধ্যমে একই তথ্য পাওয়া যায়।
এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করেছেন— এ বিষয়ে গুগলে সার্চ করে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের ভিডিও ভুল তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে।
দীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
২ দিন আগেপেহেলগাম হত্যাকাণ্ডের চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে পাঁচ সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে ও বিস্ফোরক পেতে উড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।
৩ দিন আগে