বাজারে উচ্চমূল্য, কৃষকের লাভ কতটুকু
২০০৪ সালের কথা। বিটিভির ‘মাটি ও মানুষ’-এর পর দীর্ঘ সাত বছরের বিরতি দিয়ে চ্যানেল আইয়ে শুরু করেছিলাম ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান। প্রথম পর্ব প্রচারিত হয়েছিল ২১ ফেব্রুয়ারি। কারণ, একুশ মানেই আমাদের মুখের ভাষা, আমাদের অধিকারের লড়াই। কৃষকের অধিকার, কৃষকের বুকের মুখের জীবনের ভাষা তুলে ধরা হবে যে