Ajker Patrika

শান্তির খোঁজে প্রদীপ ও সুপ্তি

শান্তির খোঁজে প্রদীপ ও সুপ্তি

কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে একই নামে ওয়েব সিরিজ বানিয়েছেন অনম বিশ্বাস। সিরিজের গল্প বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে। বাবা হচ্ছে, এটা জানার পর সেই গ্যাংস্টার অপরাধজগৎ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্ত্রী সুপ্তিকে নিয়ে শান্তির খোঁজে বেরিয়ে পড়ে প্রদীপ।

কিন্তু পথে অপেক্ষা করছিল এক অজানা বিপদ। একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ডে জড়িয়ে যায় সে। যতই নিজেকে ছাড়াতে চায়, ততই যেন জড়িয়ে যায় ঘটনার সঙ্গে। শেষ পর্যন্ত প্রদীপ ও সুপ্তির ভাগ্যে কী আছে, সেটা জানা যাবে আগামী ৮ নভেম্বর। ওই দিন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।

রঙিলা কিতাবে প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। সিরিজের পোস্টারেও দেখা মিলেছে দুজনের। এক হাতে পিস্তল, আরেক হাতে পরীকে জড়িয়ে ধরে আছেন নুর। পরীর চোখে-মুখে ভয়, গুটিসুটি হয়ে নায়কের বুকে খুঁজছেন আশ্রয়।

এই প্রথম মোস্তাফিজ নুর ইমরানের সঙ্গে অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়া রঙিলা কিতাব তাঁর প্রথম ওয়েব সিরিজ। পরীমণি বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সে রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্য খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায়।’

 মোস্তাফিজ নুর ইমরান বলেন, ‘এটা দারুণ প্রেমের গল্প। পাশাপাশি পলিটিক্যাল অ্যাটমোসফিয়ার আছে। কেন এই গল্পকে রক্তাক্ত প্রেমের গল্প বলা হচ্ছে—সিরিজটি দেখলেই দর্শক তা বুঝতে পারবেন। পোস্টার রিলিজের পর অনেকে প্রশংসা করছেন। সেই প্রশংসা শুনে ভালো লাগছে। আশা করি দর্শক নিরাশ হবেন না।’

পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প রঙিলা কিতাব। গল্পটা এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকেরা কানেক্ট করতে পারেন। এই সিরিজ তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয়, বরং একটি বার্তা দিতে চেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত