Ajker Patrika

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি

চাকরি ডেস্ক
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: মহাব্যবস্থাপক (নিরাপত্তা)
পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩ বছর।

যোগ্যতা: স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল/কর্নেল সমমর্যাদার কর্মকর্তা। পিএসসি থাকতে হবে। কেপিআই তালিকাভুক্ত প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছর নিরাপত্তাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।

বয়স: ৫০ থেকে ৬০ বছর।

বেতন: ২,০০,০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ফরম্যাট ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, অবসর গ্রহণসংক্রান্ত আদেশ, জীবনবৃত্তান্ত, একাডেমিক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, কেপিআই তালিকাভুক্ত প্রতিষ্ঠানে নিরাপত্তাসংক্রান্ত কাজের অভিজ্ঞতার সনদ, পিএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় দলিলের সত্যায়িত অনুলিপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে বা জমা দিতে হবে ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০’ ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত