Ajker Patrika

শরীরে বিষ ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ২৩
শরীরে বিষ ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় সিরিঞ্জ দিয়ে নিজের শরীরে বিষ ঢুকিয়ে করে সুমন গাজী (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সুমন গাজী বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সুমনের সঙ্গে ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের ইউসুফের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। প্রায় ছয় মাস ধরে সুমনের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। দুই মাস আগে তাঁদের একটি মেয়েসন্তানের জন্ম হয়। ১৫ দিন আগে সুমন তাঁর শ্বশুর বাড়ি থেকে সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তাঁকে মারধর করে। সুমন তিন দিন আগে সিরিঞ্জ দিয়ে নিজের পায়ে বিষ প্রয়োগ করেন। মঙ্গলবার সুমন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁর স্বজনেরা হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান বলেন, ‘আমরা তাঁকে পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত