Ajker Patrika

বিন্দুকে নিয়ে নতুন সিনেমায় শুভ

বিন্দুকে নিয়ে নতুন সিনেমায় শুভ

অনেকটা সময় ধরেই নতুন সিনেমার খবর নেই আরিফিন শুভর। গত বছর রায়হান রাফীর ‘নূর’ সিনেমায় সর্বশেষ শুটিংয়ের খবর পাওয়া গেছে। মিশন এক্সট্রিম সিনেমার সাফল্যের পর শুভর এই নীরবতা অবাক করেছে ভক্তদের। এবার বুঝি ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। জানা গেল ‘বড় ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নতুন সিনেমায় অভিনয় করবেন শুভ। যদিও সিনেমাটি বড় পর্দার জন্য নয়, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানাবেন নির্মাতা। সাধারণত শুভকে অ্যাকশন চরিত্রে দেখা গেলেও এ সিনেমায় তিনি থাকছেন একেবারেই রোমান্টিক চরিত্রে। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে আলফা আই ও চরকি।

সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করার কথা আফসানা আরা বিন্দুর। এ সিনেমার মধ্য দিয়ে আট বছর পর অভিনয়ে ফিরছেন লাক্স তারকা বিন্দু। ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানারআপ হয়েছিলেন তিনি। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে সরে দাঁড়ান। আড়ালে যাওয়ার আগে বিজ্ঞাপন, নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘এই তো প্রেম’ সিনেমায় অভিনয় করেছেন।

বিন্দু।সিনেমাটি নিয়ে আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেছেন, ‘এ বিষয়ে ঘোষণা দেবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক ঘোষণার আগে এ ব্যাপারে আমরা অফিশিয়ালি কোনো মন্তব্য করতে পারছি না।’ চরকি জানিয়েছে, এখনই অফিশিয়ালি বলার সময় আসেনি।

এদিকে আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। এটি তাঁর অভিনীত মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এ সিনেমায় শুভর বিপরীতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ এবং ‘নূর’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত