Ajker Patrika

এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ০৭
এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিষেধক ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য ঝালকাঠির শিল্পকলা একাডেমি ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজকে টিকাদানকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ২ হাজার শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষ তাদের টিকা রেজিস্ট্রেশন করছেন। তবে তাঁরা সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে পারেনি। এই কারণে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে। যদি কারও টিকা রেজিস্ট্রেশন নাও হয়ে থাকে, এরপরও টিকা দেওয়া হবে। এর ভিত্তিতেই টিকা গ্রহণের রেজিস্ট্রেশন করা হবে। ফাইজারের টিকা প্রদানের জন্য এসি রুমের প্রয়োজন হয় এ কারণেই সব স্থানে টিকার কেন্দ্র খোলা যায় না বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী।

জানা যায়, ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় গত মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জনকে সিনোফার্মের টিকা ও ২১ হাজার ২৮২ জনকে এস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। ফাইজারের টিকা ১৩ হাজার ৮৬০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় ৫ মাসে ২ লাখ ৬৩ হাজার ৪৯৯ ব্যক্তিকে করোনার টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত