Ajker Patrika

র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি র‍্যাবের হাতেই আটক

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪: ৫৪
র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি র‍্যাবের হাতেই আটক

ক্সবাজারের উখিয়ায় র‍্যাব পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গত রোববার বিকেলে র‍্যাব লেখা জ্যাকেট পরিহিত অবস্থায় তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সুমন মুন্সি (৩০)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বাসিন্দা।

গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে জানান, র‍্যাবের কাছে খবর আসে উখিয়ার বালুখালী বাজারে ভুয়া র‍্যাব পরিচয়ে এক ব্যক্তি বিভিন্নজনের কাছ থেকে চাঁদা আদায় করছেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযানে যায় র‍্যাব। সেখানে সুমনকে ভুয়া পরিচয়পত্রসহ আটক করা হয়।

জ্যেষ্ঠ সহকারী পরিচালক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে সুমন জানিয়েছে, তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছিলেন।

আটক সুমনের কাছ থেকে র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, একটি হ্যান্ডক্যাফ ও প্রতারণা করে বাগিয়ে নেওয়া একটি স্বর্ণের চেইন, রিং ও ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত