Ajker Patrika

পাভেলের সংগীতে কাজল দেওয়ান

পাভেলের সংগীতে কাজল দেওয়ান

আট শিল্পীকে নিয়ে পাভেল অরিন শুরু করেছেন মিউজিক সেশন ‘টাইম জোন লিভিং রুম সেশন’। ভালোবাসা দিবসে কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় প্রথম সিজন। এবার লিপ ডে অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি প্রকাশ পেল সাধক কবি জালাল উদ্দিন খাঁর ‘আমায় যত দুঃখ দিলি বন্ধুরে’ গানটি। পাভেল অরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজ্জাক দেওয়ানের উত্তরসূরি শিল্পী কাজল দেওয়ান।

কাজল দেওয়ান বলেন, ‘সাধক কবি জালাল উদ্দিন খাঁ অনেক ধরনের গান লিখেছেন। সুফিবাদের ওপরও তাঁর অনেক গান আছে। কিছু গান আমরা মঞ্চেও গেয়েছি। কিন্তু এবার যে গানটি গেয়েছি, তা সত্যিই অন্য মাত্রার গান। এমন আয়োজনে গাইতে পেরে খুবই ভালো লেগেছে।’

পাভেল অরিন বলেন, ‘গানটির কথায় আমি দারুণভাবে আলোড়িত হয়েছি। জীবন দিয়ে অনুভব করেছি, তাই এটি বেছে নেওয়া। শিল্পী কাজল দেওয়ান যখন গান করেন, তখন তিনি অত্যন্ত প্রাণবন্ত আর সততার সঙ্গে সুর উচ্চারণ করেন। তাই তাঁকে নিয়ে এ গানটি করা। তাঁর অন্যতম শক্তি, গানে তিনি দীর্ঘক্ষণ দম ধরে রাখতে পারেন। এমন ক্ষমতা এখন অনেক শিল্পীরই নেই।’

গানটিতে বাঁশি বাজিয়েছেন সোহাগ, ভায়োলিন পলাশ দেওয়ান ও ইয়ার হোসাইন। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল ও এ এম এম নওয়াজ শরীফ। মেন্ডোলিন বাজিয়েছেন রায়হান পারভেজ আখন্দ। পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান শান্ত। পারকাশনে মো. সোহেল মিয়া ও এস কে সাগর খান। দোতারা বাজিয়েছেন আনন্দ শিকদার। টাইম জোন লিভিং রুম সেশন প্রযোজনা করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত