Ajker Patrika

৭০ হাজার টাকা খেল ইঁদুরে নতুন ঘর পেলেন ওই নারী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০: ০৯
৭০ হাজার টাকা খেল ইঁদুরে  নতুন ঘর পেলেন ওই নারী

নরসিংদীর বেলাব উপজেলায় মর্তুজা খাতুনের ঘর নির্মাণের জন্য সঞ্চয়ের ৭০ হাজার টাকা কেটে টুকরো টুকরো করে দিয়েছে ইঁদুর। পরে অসহায় ওই নারীকে একটি চারচালা সেমি পাকা ঘর, বাথরুম, টিউবওয়েল ও একটি রান্না ঘর নির্মাণ করে দিয়েছে সামাজিক সংগঠন ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি’। গতকাল রোববার বিকেলে সংগঠনের সদস্যরা মর্তুজা খাতুনকে ঘর বুঝিয়ে দেন।

মর্তুজা খাতুন জানান, তাঁর বাবা মৃত্যুর সময় দুই শতাংশ জমি রেখে যান। এরই মাঝে সে অন্যের বাড়িতে কাজ করে মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় ও একটি ঘর নির্মাণের টাকা সঞ্চয় করতে শুরু করেন। সেই টাকা কারও কাছে না দিয়ে একটি মাটির গর্তে লুকিয়ে রাখেন। তিলে তিলে জমানো ৭০ হাজার টাকা যখন মাটির নিচ থেকে উত্তোলনের সময় দেখা যায় সব টাকা ইঁদুর কেটে টুকরো টুকরো করে ফেলেছে। এই দেখে ভেঙে পড়েন মর্তুজা খাতুন। তাঁর আহাজারিতে আশেপারের লোকজন জড়ো হয়। সেখানে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির স্থানীয় প্রতিনিধি মঞ্জু আহম্মেদও উপস্থিত ছিলেন।

পরে মঞ্জু তাঁর সংগঠনের ওপর মহলে এ ঘটনা জানালে ওই নারীর সহযোগিতায় এগিয়ে আসেন সংগঠনটি। উদ্যোগ নেন ঘর নির্মাণ করে দেওয়ার। দীর্ঘ দিনের কাজ শেষে রোববার মর্তুজা খাতুনকে একটি সেমি পাকা ঘর, বাথ রুম, টিউবওয়েল ও একটি রান্না ঘরে বুঝিয়ে দেন সংগঠনের সদস্যরা।

নতুন ঘর পেয়ে মর্তুজা খাতুন বলেন, ‘আমার সঞ্চিত টাকা নষ্ট হওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়ি। কি করব উপায় পাচ্ছিলাম না। এমন সময় আমার পাশের বাড়ির মঞ্জু এসে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাঁদের সহযোগিতায় আমি ঘর পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত