Ajker Patrika

আসামিদের ফাঁসির আদেশ বহাল

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫০
আসামিদের ফাঁসির আদেশ বহাল

ষোলো বছর আগে পটুয়াখালীর দশমিনায় এক কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই আসামির ফাঁসির আদেশ বহাল রেখেছেন। গত মঙ্গলবার আসামিদের আপিল খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিরাজ খলিফা উপজেলার বাঁশগাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের বাসিন্দা ও নুর আলম হাওলাদার ওরফে পচু ওরফে সুমন ওরফে নুরুল আলম একই গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি বাঁশগাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের জাফর গাজী কারাগারে মৃত্যুবরণ করায় তার আপিল আবেদন বাদ দেওয়া হয়েছে।

জানা যায়, নানাবাড়ি থেকে দশমিনায় একটি কলেজে পড়াশোনা করতেন ওই ছাত্রী। ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ার জন্য কলেজের উদ্দেশে গেলে আসামিরা তাঁকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ছাত্রীর মা বলেন, ‘আমি আমার মেয়েকে হারিয়েছি। আর কাউকে যেন এভাবে সন্তান হারাতে না হয়। অতি দ্রুত এই রায় বাস্তবায়নের দাবি জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত