Ajker Patrika

‘টাকা দিয়ে যুবলীগে পদ পাবে না কেউ’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৮: ৩০
‘টাকা দিয়ে যুবলীগে পদ পাবে না কেউ’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘সাংগঠনিক পদ-পদবি বাজারের কোন স্লিপ নয়; যেমন ইচ্ছে তেমন করে বেচাকেনা হবে। পদ-পদবি শুধুমাত্র সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য। যুবলীগে পদ পেতে আমাদের কোনো উপঢৌকন দিতে হবে না এবং কোনো আর্থিক সহায়তা লাগবে না।’

গতকাল রোববার দুপুরে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সম্মেলনের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন।

সংগঠনে ভুঁইফোড় অনুপ্রবেশকারীদের রাজত্ব বন্ধ করার আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস পরশ আরও বলেন, ‘ত্যাগী সাংগঠনিকভাবে অভিজ্ঞ ও দক্ষ নেতা কর্মীদের নির্বাচন করে মূল্যায়ন করবেন। যারা দলের দুঃসময়ে সংগ্রাম করেছে, জেল-জুলুম ত্যাগ-তিতিক্ষা অত্যাচার সহ্য করেছে, তাদের বিবেচনা করবেন।’

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন।

সভায় অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আমরা তার অধীনে নিরাপদ।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান-এমপি, দিদারুল আলম-এমপি, খাদিজাতুল আনোয়ার সনি।

সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, শাহিদুল হক চৌধুরী রাসেল, উপ প্রচার সম্পাদক আদিত্য নন্দী, কার্যনির্বাহী কমিটির সদস্য বিমান চন্দ্র বড়ুয়া, নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টায় সম্মেলন শুরুর প্রাক্কালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করে চট্টগ্রাম টেলিভিশনের শিল্পীবৃন্দ। এরপর গাওয়া হয় মুজিব বর্ষের থিম সং ‘বাংলার ধ্রুব তারা’। এছাড়া শোক প্রস্তাব পাঠ করেন উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত