Ajker Patrika

হিজাব নিয়ে উত্তপ্ত ভারত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৮
হিজাব নিয়ে উত্তপ্ত ভারত

হিজাব পরে ক্লাস করা যাবে না বলে সম্প্রতি নির্দেশ দেয় ভারতের কর্ণাটক রাজ্যের কিছু স্কুল ও কলেজ। রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে বিষয়টি ধীরে ধীরে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে চলে আসে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় গত মঙ্গলবার থেকে ৩ দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, গত মাসের শেষের দিকে কর্ণাটক রাজ্যের উদুপি গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজের ৬ শিক্ষার্থী অভিযোগ করেন, ‘স্কার্ফ’ পরার কারণে তাদের ক্লাস করতে দেওয়া হচ্ছে না। এরপর রাজ্যটির বিভিন্ন স্কুল ও কলেজ থেকেও একই ধরনের অভিযোগ আসতে থাকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

৫ ফেব্রুয়ারি রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ টুইট করেন, সারা দেশের স্থানীয় আদালতের বিভিন্ন রায় পুনর্বিবেচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘হিজাব’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের বিজেপি শাসিত রাজ্যটির ম্যান্ডিয়া প্রাক্-বিশ্ববিদ্যালয় কলেজে এক লঙ্কাকাণ্ড ঘটে যায়। এ দিন মুসকান খান নামের এক শিক্ষার্থী কলেজে ঢোকার সময় বাইরে অবস্থানরত কিছু ছেলে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে তাকে অনুসরণ করতে থাকে। জবাবে গতি না থামিয়ে ‘আল্লাহু আকবর’ বলতে বলতে সে কলেজের দিকে এগিয়ে যায়। পরে কলেজের কর্মকর্তা-কর্মচারীরা এসে তাকে নিরাপদে কলেজের ভেতর নিয়ে যান। একটি ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।

আল জাজিরা ও এনডিটিভিকেও ঘটনার ঠিক ওই রকম বর্ণনা দিয়েছেন মুসকান। তা ছাড়া, কলেজের অধ্যক্ষ ও অন্য শিক্ষকেরা তার পাশে ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

যেসব ছেলে জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, তাদের অনেকের গলায় গেরুয়া রঙের শাল দেখা গেছে, যা হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতীক। এসব ছেলেদের শুধু ১০ শতাংশ কলেজটির শিক্ষার্থী এবং বাকিরা বহিরাগত বলে জানিয়েছেন মুসকান।

বিবিসি জানায়, বিষয়টি নিয়ে কর্ণাটকের হাইকোর্টে দুটি মামলা চলছে। গতকাল একটি মামলার শুনানিতে উচ্চপর্যায়ের একটি বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির মনোযোগ আহ্বান করেছেন বিচারপতি দীক্ষিত কৃষ্ণ শ্রীপাদ। সবাইকে শান্ত থাকতেও আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে প্রায় সব প্রগতিশীল রাজনৈতিক দল হিজাব নিয়ে রাজনীতি করার নিন্দা জানিয়েছেন। রাজ্যটির সাম্প্রতিক পৌর নির্বাচনে কংগ্রেসের কাছে গোহারা হেরেছে বিজেপি। দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্যটিতে আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই চিন্তিত বিজেপির নেতারা ধর্মের ব্যবহার বাড়াতে তৎপর হয়েছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস। শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইও বিষয়টির নিন্দা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত